Home World জোড়া বিস্ফোরণ পাকিস্তানে মৃত ৬৫, হামলার নেপথ্যে ভারত দাবি ,ইসলামাবাদের

জোড়া বিস্ফোরণ পাকিস্তানে মৃত ৬৫, হামলার নেপথ্যে ভারত দাবি ,ইসলামাবাদের

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: অন্তত ৬৫ জনের পাকিস্তানে জোড়া আত্মঘাতী হামলায় মৃত্যু হয়েছে। ইসলামাবাদ ভারতকে দায়ী করল এই দুই নাশকতার ঘটনায়। তাদের দাবি, ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW রয়েছে এই হামলার পিছনে!বিস্ফোরণটি ঘটে শুক্রবার রাতে বালোচিস্তান প্রদেশের মাসতুঙ্গ এলাকায় একটি মসজিদের কাছে।

মসজিদে বিশাল জমায়েত ছিল হজরত মহম্মদের জন্মবার্ষিকী উপলক্ষে।ঠিক তখনই কেঁপে ওঠে চারদিক। বিস্ফোরণের অভিঘাত এতটাই প্রবল ছিল যে নিশানায় থাকা গাড়িটি শূন্যে উঠে যায়।ওই বিস্ফোরণে অন্তত ৬০ জনের মৃত্যু হয়।শনিবার খাইবার পাখতুনখাওয়ার হাঙ্গু শহরে কয়েক ঘণ্টা পরে এক মসজিদে হওয়া বিস্ফোরণে প্রাণ হারান ৫ জন। দুই ক্ষেত্রেই হামলাকারী ছিল আত্মঘাতী জঙ্গি। বালোচিস্তানের রাজধানী কোয়েত্তায় হামলা নিয়ে বিবৃতি দিতে গিয়ে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী দাবি করেছেন,” এই জোড়া হামলার পিছনে রয়েছে ‘র’-এর হাত।” তাঁর কথায়, ”যারা এই আত্মঘাতী হামলার পিছনে রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। এর পিছনে ‘র’-এর হাত রয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলাকারীদের পরিচয় বের করার চেষ্টা করা হচ্ছে তাদের ডিএনএ পরীক্ষা করে।পাক পুলিশের তরফে জানানো হয়েছে,এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য,পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী ভারতের মাটিতে বারবার জঙ্গি হামলা করেছে।বিশেষত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস চালাতে যে ইসলামাবাদ থেকে আর্থিক মদত থেকে বহু রকম উসকানি দেওয়া হয়, তার প্রমাণ মিলেছে অসংখ্যবার।তবে ওয়াকিবহাল মহল মনে করছে,এই পরিস্থিতিতে পাকিস্তান উলটো দাবি করে নয়াদিল্লিকে চাপে ফেলতে চাইছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved