Home World UK Tourist Dead: অস্ট্রেলিয়ার পাহাড়ে “স্বর্গের সিঁড়ি”তে চড়তে গিয়ে পা ফসকে মৃত্যু ব্রিটিশ পর্যটকের!

UK Tourist Dead: অস্ট্রেলিয়ার পাহাড়ে “স্বর্গের সিঁড়ি”তে চড়তে গিয়ে পা ফসকে মৃত্যু ব্রিটিশ পর্যটকের!

by Mahanagar Desk
29 views

মহানগর ডেস্ক: “স্বর্গের সিঁড়ি” থেকে পা ফসকে পড়ে মৃত্যু হল এক ব্রিটিশ পর্যটকের (UK Tourist Dead) ! অস্ট্রেলিয়ার পাহাড়ে সংকীর্ণ মইয়ে চড়েছিলেন তিনি। সরু এই সিঁড়িকে স্বর্গের সিঁড়ি বলে স্থানীয়রা বলেন। সালজবুর্গের বাইরে ডাচেস্টেইন পাহাড়ের দিকে উঠে গিয়েছে সরু মইটি। এটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এখানে উঠে অনেক পর্যটকই চারদিকের নয়নাভিরাম নিসর্গের ছবি তুলে থাকেন। সেই স্বর্গের সিঁড়িতে চড়তে গিয়ে নব্বই মিটার ওপর থেকে পড়ে মৃত্যু হয় ৪২ বছরের ওই ব্রিটিশ পর্যটকের।

সেপ্টেম্বরের বারো তারিখে ওই মইয়ে উঠতে গিয়ে পা ফস্কে নীচে উপত্যকায় পড়ে যান। দুর্ঘটনার পর পুলিশ অফিসাররা এবং চারজন উদ্ধারকারী সেখানে ছুটে যান। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। পরে তাঁর দেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। তবে দুর্ঘটনার পেছনে তৃতীয় কারো হাত থাকার কথা উড়িয়ে দিয়েছে প্রশাসন। তারা জানায় ওই সিঁড়িতে তিনি একাই উঠেছিলেন। মৃত পর্যটকের নাম জানানো হয়নি।

ওই সিঁড়িটিকে উৎসাহীদের জন্য নতুন আকর্ষণ বলে ডাচেস্টেইন রিজিওন ট্যুরিস্ট ওয়েবসাইটে জানানো হয়েছে। চারটি পর্বে মইয়ে চড়ার বিষয়টি সম্পন্ন করতে হয়। তবে ওয়েবসাইট সতর্ক করে জানিয়েছে একমাত্র যাঁরা পর্বতারোহী, তাঁরাই এই মইয়ে চড়তে পারবেন। যাঁরা নতুন, তাঁদের এই মইয়ে চড়তে নিষেধ করা হয়েছে

You may also like