Home World মিরাকেল! ৬ মাসের মধ্যেই ভ্যানিস মারণরোগ ক্যান্সার, বিশেষ থেরাপিকে ধন্যবাদ মহিলার

মিরাকেল! ৬ মাসের মধ্যেই ভ্যানিস মারণরোগ ক্যান্সার, বিশেষ থেরাপিকে ধন্যবাদ মহিলার

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক: অলৌকিকভাবে ক্যান্সার থেকে সম্পূর্ণ মুক্ত হলেন ওয়েলসের একজন মহিলা। ক্যারি ডাউনি নামক এই মহিলা গত বছর ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। আমরা ক্যান্সার এমন একটি রোগ, যা একবার শরীরে সংক্রমিত হলে তা জীবন নিয়েই ছাড়ে। কিন্তু এক্ষেত্রে রীতিমতো মিরাক্কেল ঘটে গেল। মাত্র ৬ মাসেই গায়েব হয়ে গেল ওই মহিলার ক্যান্সার। চিকিৎসকরা একটি নতুন আশ্চর্য ওষুধ লিখে দেওয়ার পরে তাঁর ক্যান্সার রীতিমতো অদৃশ্য হয়ে যায়। ক্যারি ডাউনির অন্ত্রের ক্যান্সার ডস্টারলিম্যাবের তৃতীয় পর্যায়ে ছিল।

কিন্তু সেই ডাক্তারদের দেওয়া ওষুধ সেবনের ছয় মাসের মধ্যেই অদৃশ্য হয়ে যায় তাঁর ক্যান্সার সংক্রমণ। বিবিসি অনুযায়ী, ৪২ বছর বয়সী ওই মহিলার শরীরে গত এক বছর আগে ক্যান্সারের রোগ বাসা বাঁধে। এরপর ছমাস ধরে তাঁকে ডস্টারলিম্যাব ইনফিউশন দেওয়া হচ্ছিল। আর তাতেই কেল্লাফতে। সোয়ানসি বে ইউনিভার্সিটি হেলথ বোর্ড সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেই মহিলার পরীক্ষায় দেখা গিয়েছে যে, তাঁর রোগের আর কোনও প্রমাণ নেই। যদিও এখনও তাঁর ক্লিনিক্যালি ট্রায়াল হচ্ছে, যা ইতিমধ্যেই অসাধারণ ফলাফল করেছে। এই ক্লিনিক্যালি ট্রায়ালটিতে সার্জারি, রেডিওথেরাপি বা কেমোথেরাপি এড়ানো যায়।

Dostarlimab হল একধরনের ইমিউনো থেরাপি, একটি টার্গেটেড চিকিৎসা যা ইমিউন সিস্টেমকে ক্যান্সার ধ্বংস করতে সাহায্য করে। মিসেস ডাউনির আগের হার্নিয়া মেশ ইমপ্লান্ট থেকে ব্যথা হচ্ছিল। এরপর তা তদন্ত করতে গিয়ে চিকিৎসকরা তাঁর ক্যান্সার আবিষ্কার করেন। গত বছর তাঁর রোগ ধরা পড়ে। এরপর তাঁকে সোয়ানসির সিঙ্গেলটন হাসপাতালের একজন কনসালট্যান্ট অনকোলজিস্ট ডাঃ ক্রেগ ব্যারিংটনের কাছে রেফার করা হয়। ডঃ ব্যারিংটন ডস্টারলিম্যাব তাঁর রোগটি নির্ধারণ করেছেন। তাঁকে ছয় মাসের জন্য ডস্টারলিম্যাব লাগানো হয়, যা তিন-সাপ্তাহিক IV প্রশাসনে প্রায় ৩০ মিনিট সময় লাগে। এই চিকিৎসার মাধ্যমে, তাঁর টিউমারটি উল্লেখযোগ্যভাবে সঙ্কুচিত হয়। কোর্স শেষে, রোগের আর কোনও প্রমাণ ছিল না। ১৭ বছর বয়সী ছেলের একক মা ওই মহিলা। সফল চিকিৎসার পরে কাজে ফিরে এসেছেন। সারাজীবন ডাক্তারের কাছে তিনি কৃতজ্ঞ থাকবেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved