Home World Woman Miraculously Survived: অলৌকিক রক্ষা, সাততলা থেকে পড়েও প্রাণে বেঁচে গেলেন তরুণী!

Woman Miraculously Survived: অলৌকিক রক্ষা, সাততলা থেকে পড়েও প্রাণে বেঁচে গেলেন তরুণী!

by Mahanagar Desk
4 views

মহানগর ডেস্ক: কথায় হলে রাখে হরি মারে কে। আর সেই প্রবাদকে সত্যি পরিণত করে সাত তলা থেকে পড়ে গিয়েও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান কুড়ি বছরের এক তরুণী (Woman Miraculously Survived)। ঘটনাটি বেশ কিছুদিন আগের। ঘটেছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। সাত থেকে পড়ে যাওয়ার পর টমি রেইড নামে অস্ট্রেলিয়ার ওই তরুণী গুরুতর জখম অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন মেলবোর্ন আলফ্রড হাসপাতালে। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় দেড়টার সময় ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার খবর পায় পরিবার সেইসময়ই। তাদের জানানো হয় সাত তলা থেকে পড়ে গিয়েছেন টমি। জখম হওয়ার পর একাধিক অস্ত্রোপচার করা হয় বলে জানা গিয়েছে।

 হাসপাতালের কর্মীরা ঘটনাটিকে অলৌকিক বলে বর্ণনা করেছে। তবে সেরে উঠতে অনেকদিন লাগবে এবং গোটা ব্যাপারটি কঠিন বলে হাসপাতাল জানিয়েছে। টমের বাবা ব্র্যাড ঘটনাটি ফেসবুকে লিখেছিলেন দীর্ঘস্থায়ী অস্ত্রোপচার হয়েছে মেয়ের। তবে অলৌকিকভাবে সে এখনও বেঁচে আছে। তবে তাকে অসম্ভব লড়াই করতে হচ্ছে। যদিও তার মেয়ে অত্যন্ত লড়াকু।  কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে। এমন দুঃসময়ে তাদের পরিবারকে সাহায্যের জন্য তাদের এক আত্মীয় গোফান্ড মি পেজ তৈরি করেন। লক্ষ্য ছিল পঞ্চাশ হাজার ডলার সংগ্রহ করা। আপাতত তেতাল্লিশ হাজার সংগ্রহ হয়েছে।  আলফ্রেড হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন ওই তরুণী।

You may also like