Home Featured Presidential Election Result: যশবন্ত না দ্রৌপদী! কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? শুরু ভোট গণনা

Presidential Election Result: যশবন্ত না দ্রৌপদী! কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? শুরু ভোট গণনা

by Anamika Nandi
Presidential Election Result: যশবন্ত না দ্রৌপদী! কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? শুরু ভোট গণনা

মহানগর ডেস্ক: আজ রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা। দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন? যশবন্ত (Yashwant Sinha) না দ্রৌপদী! আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। দুপুর ১১টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। অঙ্ক বলছে বিরোধী পক্ষের পদপ্রার্থী থেকে এগিয়ে এনডিএ-র দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। যদিওবা পুরোটাই পরিষ্কার হয়ে যাবে বিকেলের মধ্যে।

গেল মাসের ১৬ তারিখ রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তারপর থেকেই এই নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। চলতি মাসের ১৮ তারিখ সংসদে ভোট পর্ব সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে সকল নেতৃত্বরাই ভোট দেন। সাধারণত প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিধায়করা রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রক্রিয়ায় অংশ নিয়ে থাকেন। এদিন ভোট গণনার জন্য বিশেষভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে সংসদেও।

জানা গিয়েছে, সংসদ ভবনের ৬৩ নম্বর কক্ষকে গণনা কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। সেইসঙ্গে ওই চত্বরকে সাইলেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে সংসদ ভবন। গত দু’দিনে সমস্ত রাজ্যের বিধানসভা থেকে ব্যালেট বক্স পৌঁছে দেওয়া হয়েছে সংসদ ভবনে।

এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের কথায়, বিরোধী পদপ্রার্থী যশবন্ত সিনহার তুলনায় এগিয়ে দ্রৌপদী। ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল তথা আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি তিনি। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পেতে চলেছে দেশ। যদিওবা যশবন্ত কোনও অংশে পিছিয়ে নেই। অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় অর্থমন্ত্রক ছাড়াও বিদেশ মন্ত্রক সামলেছিলেন এই প্রবীণ নেতা। বর্তমান বিজেপির অনেক সাংসদ-বিধায়ক আছেন, যারা বাজপেয়ী অনুগামী। সেই ভোটগুলি আসতে পারে যশবন্তের ঝুলিতে। সেক্ষেত্রে আদিবাসী নেত্রীকে কড়া টক্কর দেবেন তিনি। অন্যদিকে রয়েছে ক্রস ভোটিং-এর সম্ভাবনাও। সবমিলিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এখন শুধু সময়ের অপেক্ষা। আর কিছুক্ষণের মধ্যেই দেশ পাবে নয়া রাষ্ট্রপতি। শপথ গ্রহণ হবে ২৫ জুলাই।

You may also like