মহানগর ডেস্ক: উৎসবের মরশুমেও ধারাবাহিকভাবে বেড়েছে তেলীর দাম। নতুন করে প্রশ্নের মুখে কেন্দ্র সরকার। এরই মধ্যে তৃণমূলের সহ-সভাপতি যশবন্ত সিনহা প্রকাশ্যে আনলেন এক তথ্য। যা বিস্ময়কর। তাঁর মতে, বর্তমানে তেলের ওপর কর চাপিয়েই সাড়ে ৩ কোটি টাকা মুনাফা ঘরে তুলছে কেন্দ্র।
সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের বক্তব্য পেশ করেছিলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী। তিনি বলেছেন, ‘আমরা মৃত ব্যক্তিদের দেশে বাস করছি। অনৈতিকভাবে বেড়ে চলা তেলের দাম মুখ বন্ধ করে সহ্য করে চলেছেন সাধারণ মানুষ। পেট্রোল, ডিজেল এবং এলপিজি’র দাম বেড়ে চলেছে অহরহ। ২০১৪ সালে সরকার যদি ট্যাক্স থেকে ৭৫ হাজার টাকা সংগ্রহ করে থাকে, তাহলে এই সরকার আদায় করছে ৩.৫০ লক্ষ টাকা। এটা কি দিনে-দুপুরে ডাকাতি নয়?’
পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে সম্প্রতি বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী। যদিও মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন তিনি। হরদীপ সিং পুরী বলেছেন, ‘অতিমারি পূর্ববর্তী সময়ের তুলনায় এখন পেট্রোলের ব্যবহার বৃদ্ধি পেয়েছে ১০-১৫ শতাংশ। আর ডিজেলের ব্যবহার ৬ থেকে ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে আমি দামের ব্যাপারে কিছু বলতে চাই না। কারণ আমরা পেট্রোপণ্যের দামে স্থিরতা নিয়ে আসার চেষ্টা চালাচ্ছি প্রতিনিয়ত।’
We are a country of dead people. Nowhere else would people have tolerated the daily and unjustified rise in petrol, diesel and lpg prices. If the govt collected Rs 75,000 cr in taxes in 2014, it is today collecting 3.50 lakh cr. Isn’t it daylight robbery?
— Yashwant Sinha (@YashwantSinha) October 17, 2021