Home Featured Presidential Election: মনোনয়ন জমা দিলেন যশবন্ত সিনহা

Presidential Election: মনোনয়ন জমা দিলেন যশবন্ত সিনহা

by Anamika Nandi
Presidential Election: মনোনয়ন জমা দিলেন যশবন্ত সিনহা

মহানগর ডেস্ক: মনোনয়ন পেশ করলেন যশবন্ত সিনহা (Yashwant Sinha)। উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) থেকে শুরু করে সৌগত রায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও আরও অনেকে।

আগামী মাসে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করেছেন বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা। মনোনয়ন পেশের পর সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি বলেছেন, “ভারতের রাষ্ট্রপতি সংবিধানের অভিভাবক। বর্তমানে দেশে যা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সংবিধান ও তাতে দেওয়া মৌলিক অধিকার রক্ষা করা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। রাষ্ট্রপতি পদের জন্য যে লড়াই চলছে তা কোনও ব্যক্তির নয়, আদর্শের। দ্রৌপদী মুর্মুর প্রতি আমাদের সম্মান রয়েছে। কিন্তু এটি একটি পরিচয়ের লড়াই নয়, নীতির লড়াই। তাই এই সংবিধানকে রক্ষার জন্যই বিরোধী দলেরা এক ছাতার তলায় এসে দাঁড়িয়েছি”।

আরও পড়ুন, ত্বক থেকে চুল, সব সমস্যার সমাধান করবে জবা ফুল

বিজেপির তরফ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন দ্রৌপদী মুর্মু। বিরোধীদের পক্ষ থেকে কে প্রার্থী হবেন, তা নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে। তালিকায় ছিলেন অনেকেই। প্রথমে শরদ পাওয়ারের নাম উঠে এসেছিল। যদিওবা তিনি রাজি হননি। পরে গোপালকৃষ্ণ গান্ধী ও ফারুক আব্দুল্লার মতো নেতৃত্তের নাম উঠে আসে। কিন্তু অবশেষে যশবন্ত সিনহাকে বেছে নিয়েছেন বিরোধীরা। এদিন মনোনয়ন পেশের সময় তার পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, শরদ পাওয়ার, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব-এর মত নেতৃত্বরা।

You may also like