মহানগর ডেস্ক: আগামী মাসেই রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election)। গত শুক্রবার মনোনয়ন দাখিল করেছেন বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মু। আজ সোমবার নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করবেন বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha)। জানা গিয়েছে, বেলা একটা নাগাদ মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। উপস্থিত থাকবেন এনসিপি সভাপতি শরদ পাওয়ারও। সূত্র অনুযায়ী, এদিন ফের নির্বাচন নিয়ে আলোচনা করতে সংসদে বৈঠক বসবে বিরোধী দলের নেতৃত্বদের।
জানা গিয়েছে, বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে মল্লিকার্জুন খার্গে ও জয়রাম রমেশ হাজির থাকবেন। তবে এই বৈঠকে কারা উপস্থিত থাকবেন না, সেদিকে নজর রয়েছে সকলের। প্রথম দিল্লিতে কংগ্রেস সহ ১৮টি অবিজেপি দলকে এক ছাদের তলায় এনেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপিকে এক চুলও জমি না ছাড়ার পরিকল্পনা নিয়ে একজোট হয়েছেন তাঁরা। প্রার্থী হিসেবে তালিকায় অনেকের নাম থাকলেও, অবশেষে কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাকে বেছে নেন বিরোধীরা।
আরও পড়ুন: কারা সাচ্চা শিবসেনা, সুপ্রিম কোর্টে শিন্ডে,পাল্টা উদ্ধবও
যার পর ২৭ জুন মনোনয়ন দাখিল করার দিন ঠিক হয়। বিজেপি প্রার্থীর মনোনয়ন দাখিলার দিন সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ আরও তাবড় তাবড় নেতারা। এদিন বিরোধীপক্ষের নেতারাও এক জোট হয়ে মনোনয়ন দাখিল করবেন।
ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন বিধানসভার উপ মুখ্যসচেতক তাপস রায়। সেইসঙ্গে থাকার কথা রয়েছে, শুখেন্দু শেখর রায়, ডেরেক ও’ব্রায়েন সহ ঘাসফুল শিবিরের একাধিক সাংসদের। পাশাপাশি এদিন যশবন্ত সিনহার সঙ্গে থাকবেন এনসিপি, সিপিআইএম, ডিএমকে ও কংগ্রেস সহ বিভিন্ন দলের হেভিওয়েট নেতৃত্বরা। মনোনয়ন দাখিলের পর সংসদে বৈঠক বসবে বিরোধীদের।