Home Featured Mahua Moitra: ‘মা ও মা বলার ফল ভুগতে হবে’, নাম না করে মোদিকে নিশানা মহুয়ার

Mahua Moitra: ‘মা ও মা বলার ফল ভুগতে হবে’, নাম না করে মোদিকে নিশানা মহুয়ার

by Anamika Nandi
Mahua Moitra: 'মা ও মা বলার ফল ভুগতে হবে', নাম না করে মোদিকে নিশানা মহুয়ার

মহানগর ডেস্ক: মা কালীকে নিয়ে মহুয়া মৈত্রের (Mahua Moitra) মন্তব্যে ঝড় বয়ে গিয়েছে বঙ্গ ও জাতীয় রাজনৈতিক মহলে। দক্ষিণী পরিচালকের তথ্যচিত্রের পোস্টারকে ঘিরে শুরু হওয়া বিতর্ক এখনও স্তিমিত হয়নি। উল্টে স্বামী আত্মস্থানন্দের শতবর্ষ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কন্ঠে শোনা গিয়েছে ‘কালী কথা’। যা নিয়ে এবার পাল্টা মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। প্রসঙ্গে বলেছেন, “মা ও মা মন্তব্যের খেসারত দিতে হবে বিজেপিকে”।

স্বামী আত্মস্থানন্দের জন্মশতবর্ষের অনুষ্ঠানে মোদি বলেন, ‘রামকৃষ্ণদেব মা কালীর উপাসক ছিলেন। মায়ের পায়ে নিজের সারা জীবন অর্পণ করেছিলেন। এই বিশ্ব চরাচরে ব্যাপ্ত মা কালীর চেতনা। এই চেতনা বাংলার কালী পুজোয় দেখা যায়। এমনকি এই শক্তির কারণেই স্বামী বিবেকানন্দের মতো মানুষও মা কালীর সামনে শিশুর মতো হয়ে যেতেন। এরপরই মোদির বক্তব্যকে টুইট করে মাল্যব্য বলেছেন, ‘একদিকে প্রধানমন্ত্রী ভক্তি ভরে মা কালীর কথা বলেছেন। অন্যদিকে তৃণমূলের সাংসদ মা কালীকে অপমান করেছেন’। তাতে পাল্টা জবাবে মহুয়া মৈত্র টুইটারে লেখেন, ‘বাংলার বিজেপির ট্রোল ইনচার্জকে বলছি আপনার প্রভুকে বলবেন যে বিষয়ে ধারণা নেই সেই বিষয়ে মন্তব্য না করতে’।

রবিবার একযোগে মালব্য ও মোদিকে নিশানা করেছেন মহুয়া মৈত্র। লেখেন, মা ও মা মন্তব্যের খেসারত দিতে হবে বিজেপিকে। উল্লেখ্য, দিন দুই আগে পরিচালক লীনা মনিমেকালাই সোশ্যাল মিডিয়ায় তাঁর মা কালীকে নিয়ে ছবি শেয়ার করেন। যার পরেই নেটমাধ্যমে নিন্দার ঝড় ওঠে। ওই পোস্টারে দেখা গিয়েছে, এক মহিলা মা কালী সেজে সিগারেট খাচ্ছেন। তাঁর হাতে রয়েছে খোঁড়া। যে অভিনেত্রী মা কালীর অভিনয় করছেন, তাঁর কাছে সমকামীদের একটি প্রাইড ফ্ল্যাগও রয়েছে। যা ভাইরাল হতেই সরব হয় হিন্দুত্ববাদীরা।

আর তার পরেই একটি সর্বভারতীয় প্রচারমাধ্যমের সভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বলেন, ঈশ্বরকে নিয়ে নিজের মতো ভাবার স্বাধীনতা রয়েছে সকলের। তাঁর এই মন্তব্যের পরেই শুরু হয় রাজনৈতিক তরজা। অনেকেরই দাবি, মা কালীকে অপমান করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। এমনকি তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। এদিন বিজেপির খোঁচা মারা কথার পাল্টা জবাব দিয়েছেন মহুয়া।

You may also like