মহানগর ডেস্ক: সোশ্যাল মিডিয়ার হাত ধরে আজকাল অনেক কিছুই ভাইরাল হয়। কখনও মজার কিছু, আবার কখনও দুঃখের। তেমনই মাঝে মধ্যে ভাইরাল হয় ছাত্র ছাত্রীদের পরীক্ষার মজার মজার উত্তর পত্র। আর সেগুলো পড়ে কখনও হাসি পায়, রাগ হয়। এবার এমনই সোশ্যাল সায়েন্সের পরীক্ষার একটি উত্তর পত্র ভাইরাল হয়েছে। সেখানে প্রশ্ন ছিল ‘বিয়ে কী’, আর সোশ্যাল সায়েন্সের উত্তরপত্রে ক্লাস থি-এর এক পড়ুয়ার উত্তরে তোলপাড় নেটপাড়া। বিবাহ সম্পর্কিত ওই ছোট্ট নিবন্ধ এর লেখা পড়ে হাসিতে পেট ফেটে যাওয়া জোগাড় নেটপাড়ার। শিক্ষকও ছাত্রের ওই উত্তরে তাকে ১০ এর মধ্যে ০ দিয়েছেন। টুইটারে ওই উত্তরপত্রটি পোস্ট করা হয়েছে @srpdaa নামে এক ট্যুইটার হ্যান্ডেল থেকে।
ম্যারেজ সম্পর্কে কী লিখেছে ওই পডুয়া? যে তা নিয়ে এট হইচই? চলুন দেখা যাক। পড়ুয়াটি লিখেছে,’বিয়ে তখনই হয় যখন একজন মেয়ের অভিভাবক তাঁকে বলে, তুমি এখন অনেক বড় মেয়ে হয়ে গেছ। তোমাকে আর আমরা খাওয়াতে পারব না। যাও বাইরে গিয়ে কাউকে ধরে আনো যে তোমাদের খাওয়াবে। তারপর একটি মেয়ে কোনও একটি ছেলের সাথে দেখা করে খুঁজে আনে। যাকে তার বাবা-মা আগেই কড়া ভাষায় বলে দেয় তুমি এখন অনেক বড় হয়ে গিয়েছে, এবার বিয়ে করো। এবার এরা দুজনে একসঙ্গে থাকতে শুরু করলেই তাকে বলে বিয়ে। আর তারা যখন বোকা বোকা কাজকর্ম করে তখন তাদের ছেলেমেয়ে হয়।
আদতে মধ্যবিত্ত সমাজ ব্যবস্থায় ওই ছাত্র বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে যা দেখেছে, সেটাই খাতায় তুলে ধরেছে। কিন্তু গতানুগতিক ভাবে পাঠ্য বইয়ের ভাষায় পরীক্ষার্থীর ব্যাখ্যা ঠিক না থাকায় শিক্ষক ওই ছাত্রকে ১০ এর মধ্যে শূন্য দিয়ে খাতার উপরে লিখে দিয়েছেন ননসেন্স। নীচে লাল কালিতে লিখে দিয়েছেন আমার সঙ্গে দেখা করো। কিন্তু ওই ট্যুইটটিতে শেয়ার হওয়া পোস্ট দেখে অনেকেই উত্তর পড়ে মন্তব্য করেছেন, পড়ুয়ার উত্তর খুবই ভালো লেগেছে। কেউ লিখেছে খুবই মজার উত্তর। শম্ভুনাথ নামের একজন ব্যবহারকারী একধাপ এগিয়ে গিয়ে লিখেছেন, ১০/১০। কিন্তু শিক্ষক তাকে ০/১০ দিয়েছে। এটা শিক্ষকের ভুল যিনি ওই ছাত্র ও তার মা বাবা কে শিক্ষা দিচ্ছেন। ছাত্রটির সৎ ও সহজাত উত্তরে তিনি অত্যন্ত খুশি। এখনও পর্যন্ত এই পোস্টটিতে ১৪ হাজারের কাছে লাইক পড়েছে। শুধুতাই নয়, আড়াই হাজারের কাছে মানুষ সেটা রিটুইট করেছেন ও সাড়ে ৭০০ উপর মানুষ উক্তি করেছেন।