মহানগর ডেস্ক: শীতকাল মানেই মন চায় পাহাড়ের কোলে ছুটে যেতে। তুষারপাত দেখতে। ভোরের কুয়াশা ভরা চা বাগিচা দেখতে। কিংবা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার মাঝে বেনামী দোকানে বসে উষ্ণ চায়ে একটা চুমুক দিতে। এইসব ভেবে বাঙালির মন একেবারে উড়ু উড়ু করে। আর চিরাচরিতভাবে এক্ষেত্রে পাহাড় প্রিয় বাঙালীর দী-পু-দা তেই রয়েছে শৈল শহর দার্জিলিং। আর অনেকেই ৪/৫ দিন সময় বের করে অফিসের কাজের ফাঁকেই সবুজ বনানী ও বরফ ঘেরা দার্জিলিং ঘুরে আসতে চায়। তবে অনেক সময় পরিবার নিয়ে যেতে গেলে বাধ সাধে বাজেট। বেশীর ভাব টাকা বেড়িয়ে যায় গাড়ি ভাড়ায়। তাই অনেকে পিছু হটেন। কিন্তু আর না, আজ যে তথ্য আপনাদের জানাবো তাতে আগে থেকেই ব্যাগ রেডি রাখতে হবে আপনাদের। কারণ এরপর আর তর সইবে না।
চোখ জুড়ানো অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য্যের মাঝে ছুটে যেতে আর আর গাদা গাদা টাকা লাগবে না। মাত্র ১০৫ টাকা থাকলেই শিলিগুড়ি থেকে হুস করে চলে যাওয়া যাবে দার্জিলিং। হ্যাঁ, ঠিক শুনছেন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে এই ভাড়াতেই দার্জিলিং পৌঁছে দিচ্ছে বাস। যা দেখে পর্যটকরা বেজায় খুশি হলেও ট্যাক্সি চালকদের চক্ষু চড়ক গাছ।
এতদিন দার্জিলিং যাওয়ার সওয়ারি বলতে ছিল নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে অপেক্ষারত ছোট ট্যাক্সি কিংবা সাটেল। শেয়ারে যাত্রী পিছু যার ভাড়া লাগে ২৫০/৩০০ টাকা। আবার গাড়ি ভাড়া করলেতো কোনও কথা নেই। প্রায় ২৫০০ টাকা লেগে যায়। কিন্তু এবার শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে এই নয়া বাস সেই একই পথে দার্জিলিং পৌঁছে দেবে মাত্র ১০৫ টাকায়।
বাসের সময় সূচী: শিলিগুড়ি তেনজিং নর্গে বাসস্ট্যান্ড থেকে এই বাস ছাড়ে। একদম সকালে, অর্থাৎ সাড়ে ছয়টার দিকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে পাড়ি দেয়। এই বাসের কারণে সধারণ মানুষ নিজেদের সাধ্যের মধ্যে দার্জিলিং ঘুরে আসার শখ পূরণ করতে পারেন। যার কারণে রীতিমতো আতংকে ট্যাক্সি চালকরা। কারণ বাসের এই সুযোগ পর্যটকরা লুফে নিচ্ছে। কার্যত ট্যাক্সির ভিড় কমতে শুরু করেছে। ফলে তাদের রুজিরুটিতে টান পড়ার বিভীষিকা দেখছে ট্যাক্সি চালকরা।