মহানগর ডেস্ক : কথায় বলে প্রেম যা কাঁঠালের আঠা। লাগল পরে ছাড়েনা। আর সেই প্রেমের টানে একেবারে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে বঙ্গে এসেছেন প্রমিকা। সুদূর আমেরিকা থেকে শুধু দেখা নয়, একবারে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন তিনি। সম্প্রতি এমনি একটি অটুট প্রেমের ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে।
সূত্রের খবর, মুর্শিদাবাদের রাণীনগরের এক যুবক মুসাফির হুসেন সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানান। সেই ভিডিও দেখে প্রেমে পড়ে যান আমেরিকার এক তরুণী। এরপরই অনলাইনেই হয় আলাপ পরিচয়। আস্তে আস্ত তৈরী হয় বন্ধুত্ব। সেই বন্ধুত্ব ক্রমশই ঘণীভূত হয়েছে প্রায় তিন বছর ধরে। এই সম্পর্কের পর এদিন আমেরিকা থেকে ভারত তথা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে উড়ে এসেছেন ফারহানা আখতার। তাঁকে বিয়েও করতে চান। প্রথমদিকে ফারহানার পরিবারের এই সম্পর্ক নিয়ে আপত্তি থাকলেও ধীরে ধীরে দুই পরিবারের আলাপচারিতার মাধ্যমে সম্পর্ক অগ্রগতি পায়। এত বছর সম্পর্কের পর মনের মানুষের বাড়ি আসতে পারে খুবই খুশি ফারহানা।
নিজেদের প্রেমের সম্পর্কে বলতে গিয়ে মুসাফির বলেন, “ফারহানা যে বিশ্বাস নিয়ে নিজের দেশ ছেড়ে ভারতে এসেছে। সেই বিশ্বাসের মর্যাদা রাখার সম্পূর্ণভাবে চেষ্টা করব। সামাজিক মাধ্যমেই প্রায় তিন বছর আগে পরিচয় ঘটে ও সম্পর্ক তৈরী হয়। এখন উভয়ই চাইছি নিজেদের ধর্মীয় বিশ্বাস মেনে বিয়ে করতে। ভবিষ্যতে আইন মেনে সম্পর্ককে অন্য রুপ দেওয়ার বিষয়েও ভাবনা চিন্তা করেছি।” অন্যদিকে, ফারহানার সাফ কথা, এই সিদ্ধান্তটা তিনি হঠাৎ করে নিয়ে ফেলেননি।