নাগরিক ওয়েবডেস্ক: কর্ণাটকে এই প্রথম এক বালিকার দেহে ধরা পড়ল জিকা ভাইরাস। সোমবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর এই খবর জানিয়েছেন। রাইচুর জেলায় এক পাঁচ বছরের বালিকার দেহে ওই জিকা ভাইরাস ধরা পড়েছে। মন্ত্রী পরিষ্কার জানিয়েছেন, এনিয়ে কোনও আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। রাজ্য সরকার সমস্তরকম পদক্ষেপ নিচ্ছে। রোগ প্রতিরোধে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হচ্ছে। জানান, সরকার পুণের ল্যাবের রিপোর্ট থেকে জিকা ভাইরাস সম্পর্কে জানতে পেরেছেন। গত ডিসেম্বরে পরীক্ষাটি করা হয় এবং আট তারিখে রিপোর্ট পাওয়া গিয়েছে। তিনটি নমুনা পাওয়া গিয়েছে। দুটি নেগেটিভ ও একটি পজিটিভ। সরকার তীক্ষ্ন নজর রাখছে। সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান কয়েকমাস আগে কেরল,মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে জিকা ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। কর্ণাটকে এই প্রথম এই ভাইরাসের হদিশ মিলেছে। ডেঙ্গি, চিকুনগুনিয়া নিয়ে পরীক্ষার সময় সিরামের ক্ষেত্রে এটি ধরা পড়ে। সাধারণত এই ধরণের দশ শতাংশ পুণে ল্যাবে পাঠানো হয়। সেখানে বিষয়টি ধরা পড়ে।
কর্ণাটকে পাঁচ বছরের বালিকার দেহে জিকা ভাইরাসের হদিশ
previous post