Home Bengal রায়গঞ্জে নন্দীগ্রামের টেকনিক! শুভেন্দুকে নিশানা শাসকের

রায়গঞ্জে নন্দীগ্রামের টেকনিক! শুভেন্দুকে নিশানা শাসকের

নন্দীগ্রামের মতোই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ শাসক দলের।

by Pallabi Sanyal
18 views

মহানগর ডেস্ক : ইভিএম বিভ্রাট! দ্বিতীয় দফাতেও নির্বিঘ্নে ভোট না হওয়ার অভিযোগ। রায়গঞ্জে ইভিএম বিভ্রাট। নন্দীগ্রামের মতোই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ শাসক দলের। নিশানায় শুভেন্দু অধিকারী।শুধু তাই নয়, ইভিএম নিয়ে কাটাছেঁড়া করা হয়েছে বলেও অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এই আবহে এক সোশ্যাল মিডিয়া বার্তায় রাজ্যের বিরোধী দলনেতাকে ‘লোডশেডিং শুভেন্দু’ আখ্যা দিয়ে তৃণমূল অভিযোগ করে, শুভেন্দু অধিকারী ভোটে জেতার জন্যে নিজের চাল চালছেন। এই আবহে জাতীয় নির্বাচন কমিশনকে অবিলম্বে পদক্ষেপ করার জন্য আর্জি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

তবে শুধু রায়গঞ্জেই নয়, বাংলায় তিন আসনের মধ্যে বালুরঘাটের ৬টি পঞ্চায়েত এলাকায় ইভিএম নিয়েও অভিযোগ রয়েছে তৃণমূলের। প্রথম দফাতেও ঘটেছে অশান্তি। দ্বিতীয় দফার শুরুতেই ইভিএম বিভ্রাট। আরো পাঁচ দফা নির্বাচন বাকি। পরিস্থিতির দিকে নজর সব মহলেরই।

রায়গঞ্জ কেন্দ্রের মহেন্দ্রগঞ্জ এফপি স্কুলের ৮৩ নম্বর বুথে ভোট দিতে যান প্রিয়রঞ্জন দাসমুন্সির স্ত্রী তথা কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সী এবং তাঁর ছেলে মিছিল। ইভিএম খারাপ থাকায় সেই বুথে সাময়িক বন্ধ রয়েছে ভোট গ্রহণ। এই আবহে সেখানে দীর্ঘক্ষণ দীপা এবং তাঁর ছেলেকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় বলে দাবি করা হয় রিপোর্টে। এই সবের মাঝেই আবার তৃণমূল ইভিএম কারচুপির অভিযোগ তুলেছে সরাসরি বিজেপির বিরুদ্ধেই।এদিকে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ের মতো এই পর্যায়েও ১০০ শতাংশ বুথেই ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তবে কোথাও কোথাও নেটওয়ার্কের সমস্যা থাকায় সেখানে সিসিটিভির মাধ্যমে পুরো ভোট গ্রহণ প্রক্রিয়া রেকর্ড করা হবে। সকাল থেকেই ওয়েবকাস্টিংয়ের দিকে নজর রাখছেন খোদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved