Home National নির্বাচনের আগে হুমকি, প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারকে Z- ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র

নির্বাচনের আগে হুমকি, প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারকে Z- ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র

by Shreya Maji
167 views

মহানগর ডেস্ক:  সামনেই দেশের সবচেয়ে বড় ভোট। সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তবে এর মাথায় যিনি রয়েছেন অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার তাঁর ভূমিকা আরও বেশি গুরুত্বপূর্ণ। এই আবহেই  কেন্দ্রীয় সরকার সম্ভাব্য হুমকির পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারকে সশস্ত্র কমান্ডোদের  Z- ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে। এমনটাই   সরকারি সূত্র আজ জানিয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সকে এই কাজের জন্য প্রায়  ৪০-৪৫ জন সদস্যের একটি দল দেওয়ার দায়িত্ব দিয়েছে। কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে  প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারের নিরাপত্তায় কোনও রকম কোনও ত্রুটি যাতে না পাওয়া যায়। ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া সাত ধাপের সাধারণ নির্বাচনের প্রস্তুতির মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।  স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে সশস্ত্র কমান্ডোরা সারা দেশে   ভ্রমণের সময় রাজীব কুমারের সঙ্গে  থাকবেন।

উল্লেখ্য,  রাজীব কুমার  ১৯৮৪ ব্যাচের একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। তিনি  ২৫ তম প্রধান নির্বাচন কমিশনার হিসাবে ২০২২ সালের ১৫ মে দায়িত্ব গ্রহণ করেন। তিনি  ২০২০ সালের ১ সেপ্টেম্বরে   নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved