Home National লোকসভা আগে দুই রাজ্যের সীমান্তবর্তী এলাকায় উদ্ধার বিপুল পরিমাণে বিস্ফোরক পদার্থ

লোকসভা আগে দুই রাজ্যের সীমান্তবর্তী এলাকায় উদ্ধার বিপুল পরিমাণে বিস্ফোরক পদার্থ

by Shreya Maji
15 views

মহানগর ডেস্ক:  লোকসভা নির্বাচনের আগে দুই রাজ্যের সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে  বিস্ফোরক পদার্থ। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের পরে  বড় অভিযানে পুলিশ কোলার জেলায়  কর্ণাটক-অন্ধ্রপ্রদেশ সীমান্তে একটি চেক পোস্টে একটি ব্যক্তিগত গাড়ি থেকে বিস্ফোরকগুলি উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বিস্ফোরক  পদার্থের মধ্যে রয়েছে ১,২০০টি জেলটিন স্টিক, ৭টি ডিটোনেটর তারের বাক্স এবং ৬টি ডেটোনেটর।  একই সঙ্গে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।  দ্বিতীয় সন্দেহভাজন পলাতক রয়েছে বলেই জানিয়েছে পুলিশ। উভয় ব্যক্তির সঙ্গে ক্যাফেতে  বোমা হামলা সম্ভাব্য যোগসূত্র মিলেছে। ওই ঘটনায় ৯ জন  আহত হয়েছিল। গোটা ঘটনাটিকে নিয়ে শুরু হয়েছে তদন্ত । কোথায় পাঠানো হচ্ছিল এই সমস্ত বিস্ফোরক। কারা ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত কিছুটাই খতিয়ে দেখা হবে বলেই জানানো হয়েছে।

প্রসঙ্গত,   রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণটি  ১ মার্চ একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে করা হয়েছিল। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) ক্যাফে বোমা হামলার তদন্ত করছে এবং মুসাভির হুসেন শাজিব এবং আব্দুল মাথিন তাহাকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে।  অভিযুক্তদের  গ্রেফতারের জন্য যে কোনও তথ্য দিতে পারলে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে এনআইএ।  এই ঘটনায় এখনও পর্যন্ত মুজাম্মিল শরীফ নামে একজনকে গ্রেফতার   করেছে পুলিশ।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved