Home National Prime Minister Face: প্রধানমন্ত্রীর পদপ্রার্থী কেজরিওয়াল? বিরোধীদের বৈঠকের আগে জোর সওয়াল আপ নেত্রীর

Prime Minister Face: প্রধানমন্ত্রীর পদপ্রার্থী কেজরিওয়াল? বিরোধীদের বৈঠকের আগে জোর সওয়াল আপ নেত্রীর

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে!

ইন্ডিয়ার তিন নম্বর বৈঠকের আগে প্রধানমন্ত্রীর মুখ কে হবেন, (Prime Minister Face) তা নিয়ে জোর দাবি তুলে দিলেন আপের নেত্রী প্রিয়ঙ্কা কক্কর। বুধবার সাফ জানালেন তিনি চান তাঁদের দলের জাতীয় আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হোন। সংবাদসংস্থাকে কক্কর জানান তাঁকে যদি এ নিয়ে জিজ্ঞেস করা হয়,তাহলে তাঁর জবাব, অরবিন্দ কেজরিওয়ালকেই তিনি বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে চাইছেন। আপ নেত্রী জানান আপের জাতীয় আহ্বায়ক আমজনতার সমস্যা আলোকপাত করে চলেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন।

তাঁর মতে, প্রধানমন্ত্রীর শিক্ষাগত অভিজ্ঞতা বা যোগ্যতা কিংবা অন্য কোনও বিষয়ই হোক, তিনি সাহসের সঙ্গে তাঁর মত প্রকাশ করে চলেছেন। তবে মুম্বইয়ে ইন্ডিয়ার বৈঠকের আগে আপ নেত্রীর এমন মন্তব্য বিরোধী ঐক্যে কিছুটা হলেও সংশয়ের সৃষ্টি করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। নেত্রী অবশ্য বলেছেন দেশকে নতুন দিশায় এগিয়ে নিয়ে যেতে বিরোধীদের জোট কাজ শুরু করে দিয়েছে। আপ নেত্রীর দাবি, দেশজুড়ে অত্যাবশ্যকীয় পণ্যের অগ্নিমূল্যের মধ্যেও দেশের রাজধানীতে সেসবের দাম খুবই কম। তাদের সরকার নিখরচায় জল, বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে বিদ্যুৎ, মহিলাদের জন্য বিনামূল্যে বাসে সফর, বয়স্ক তীর্থযাত্রীদের বিনামূল্যে সফরের ব্যবস্থা করেছে।

এসব সত্ত্বেও আপ সরকার উদ্বৃত্ত বাজেট পেশ করেছে। আগামীকাল মুম্বইয়ে ইন্ডিয়ার তৃতীয় বৈঠকে ২৬ থেকে ২৭টি দলের অংশ নেওয়ার কথা। সেপ্টেম্বরের পয়লা তারিখে ইন্ডিয়ার শরিকেরা যৌথ বৈঠক করবে। দুদিনের বৈঠকে আসন্ন বিধানসভা ভোট, লোকসভা ভোট নিয়ে আলোচনা হবে। বিরোধী জোটের প্রতীকও প্রকাশ করার কথাও রয়েছে। এই বিরোধী জোটে কংগ্রেস সহ সবমিলিয়ে ২৬টি দল এক কাট্টা হয়েছে। প্রথম বৈঠকটি হয়েছে জুনের ২৩ তারিখে। বৈঠকের ডাক দিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমার। দ্বিতীয় বৈঠকটি হয় জুলাইয়ের সতেরো- আঠেরো তারিখে, কংগ্রেস শাসিত কর্ণাটকে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved