Avisheek Banarjee
মহানগর ডেস্ক: কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন রেড রোডে মমতার ১০০ দিনের কাজের দাবিতে ধর্ণায় নেই। তা নিয়ে বঙ্গ রাজনীতি এখন সরগরম। এরই মধ্যে মঙ্গলবার কলকাতায় ফিরেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সংসদ অধিবেশনের জন্য এতদিন দিল্লিতে ছিলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালীঘাটে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় অভিষেকের।বাজেট অধিবেশনে যোগ দিতে গত সপ্তাহে দিল্লি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাজেট পেশের পরও তিনি দিল্লিতেই ছিলেন। তবে সূত্রের খবর, দিল্লি থেকে সরাসরি কলকাতায় আসেননি অভিষেক, দিল্লি থেকে অন্য কোথাও গিয়েছিলেন। পরে হেলিকপ্টারে করে অভিষেক কলকাতায় আসেন। সেখান থেকেই মঙ্গলবার দুপুরে তিনি পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে।
কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনামঞ্চে অভিষেক কেন নেই সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দলের যুব সভানেত্রী সায়নী ঘোষ ধর্ণা মঞ্চ থেকে জানিয়েছিলেন, অভিষেক দিল্লিতে অন্য কাজে ব্যস্ত, তাই তিনি এখানে আসেননি। তবে যাই হোক মমতার সভাতে অভিষেকের অনুপস্থিতি রাজনৈতিক মহলে ঝড় তুলেছে।