ধোনি, সচিনের বায়োপিক দেখেছে সারা ভারত। এবার বায়োপিক তৈরি হতে চলেছে সৌরভ গাঙ্গুলীকে নিয়ে। সৌরভের বায়োপিকে তাঁর নাম এবং চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানাকে।সৌরভকে নিয়ে বায়োপিক। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে বড় পর্দায় নাকি সৌরভের চরিত্রকে ফুটিয়ে তুলবেন আয়ুষ্মান। তুলে ধরবেন সৌরভের ক্রিকেট ক্যারিয়ার কে।
জল্পনায় হৃতিক, রণবীরের নাম উঠে এলেও আয়ুষ্মান-ই এগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত। চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে। এমনটাই জানা যাচ্ছে। লাভ ফিল্মসের প্রযোজনায় তৈরি হবে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। চিত্রনাট্য লেখার কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। লেখা শেষ হলেই চলতি বছর নভেম্বর বা ডিসেম্বর মাসেই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে প্রায় ১৫০ কোটি টাকার বাজেট রয়েছে এই সিনেমার। তবে সেই বাজেট পরে বৃদ্ধি পেতে পারে। দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক এলে কাকে দেখা যাবে সৌরভের চরিত্রে। অবশেষে বাম জানা গেলো। তিনি হলেন আয়ুষ্মান খুরানা।
সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় বলেছিলেন, “সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন, সেটা তো সিনেমার পরিচালক কিংবা প্রযোজকই বলতে পারবেন। তাঁদের হাত দিয়েই তো এই সিনেমা জন্ম নেবে।” ডোনা আরও বলেছিলেন যে, “আমার ফেবারিট তো অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খান। কিন্তু সেটা তো সম্ভব নয়। কারণ ২৪ বছরের সৌরভকে সিনেমায় পর্দায় ফুটিয়ে তুলতে হবে। তাছাড়া সময়ের সঙ্গে সিনেমায় সৌরভের ‘লুকস’-ও বদলে যাবে। তাই সেটা মেনেই নায়ককে বেছে নেওয়া হবে।”