মহানগর ডেস্ক: সামনেই রয়েছে বলিউড কিং শাহরুখ খান। আর কানে ভেসে আসছে লাইট-ক্যামেরা-অ্যাকশন। কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি। অভিনেতা বারকয়েক চিমটি কেটে দেখলেন নিজেকে। যা দেখছি ঠিকঠাক দেখছি তো। আজ্ঞে হ্যাঁ সব তো ঠিকই আছে। ২০২২ এর পর কাট টু ২০২৩।টলিপাড়ার অভিনেতা দেবপ্রিয় মুখোপাধ্যায় স্বপ্নপূরণের একবছর পেরিয়ে এবার মুখ খুললেন। কিং খানের সঙ্গে অভিনয় করেছেন বলে কথা। খানিক স্পিকটি নট সম্প্রচারের আগে থাকতে হলেও, এবার বিশেষ মুহূর্ত ভাগ করলেন তিনি।
কীভাবে তিনি পেলেন কাজের সুযোগ? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন,‘মুম্বইয়ের একটি কাস্টিং এজেন্সির মাধ্যমে যোগাযোগ। যাদের সঙ্গে আমি আগেও কাজ করেছিলাম। এই বিজ্ঞাপনের শ্যুটিংয়ের কয়েকমাস আগে ওদের জন্য আরও একটা অডিশন দিয়েছিলাম, তাতেও সিলেক্ট হই। তারা একটা সময় এই বিজ্ঞাপনটির জন্যও অডিশন নিতে শুরু করেন, এবং আমার সঙ্গেও যোগাযোগ করেন। গোটা দেশজুড়ে অডিশন হয় ওদের। তখন আমাকে স্ক্রিপ্ট পাঠায়। সেখানেই শাহরুখ খানের নাম দেখেই আমি আশা ছেড়ে দিই। কোথাও একটা ভাগ্য হয়তো সাথ দিয়েছিল। কারণ, এই ডিরেক্টর অর্থাৎ হেমন্ত ভাণ্ডারির জন্যই এর আগে শ্যুট করেছিলাম। আমার অডিশনের ভিডিয়ো দেখার সঙ্গে সঙ্গে আমায় চিনতে পেরে সিলেক্ট করে নেন। এরপরই শুরু হয় একেবারে অন্যরকম জার্নি।’
বলিউড কিং শাহরুখ খানের সাথে কাজ করে কেমন লাগল দেবপ্রিয়র?এই কথার প্রতিত্তুরে তিনি জানান ‘খুব অন্যরকম একটা অভিজ্ঞতা। পর্দায় শাহরুখ খানের যেমন হিরোদের মতো এন্ট্রি হয়, আমার এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। কারণ, মানুষটা আসলে স্বপ্নের মতো। আমি একটা জিনিস বুঝতে পেরেছি, যে মানুষগুলো সত্যিকারের শীর্ষস্থানে থাকেন, তাঁদের মধ্যে ভ্যানিটি বোধহয় সবচেয়ে কম থাকে। তিনি তো জানেন যে গোটা বিশ্ব তাঁকে চেনেন। নাহলে শাহরুখ খানের সঙ্গে যখন আমার পরিচয় হচ্ছে, তখন তিনি বলবেন কেন, হাই আই অ্যাম শাহরুখ খান। এটা না বললে কি আমি চিনতে পারতাম না, ও আচ্ছা আপনিই শাহরুখ খান। ভীষণ মাটিতে পা রেখে চলা একজন মানুষ। যা সত্যিই বিরল।’