মহানগর ডেস্ক : কংগ্রেসের সঙ্গে এই রাজ্যে তৃণমূলের জোটের সম্ভাবনা আজই শেষ হয়ে যাচ্ছে। আজ রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ৪২টি লোকসভা আসনে তৃণমূল প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করবেন। এই তালিকায় নতুন মুখ, চমক সবই থাকবে। বাদ যাবেন কিছু এমন নাম যাঁরা বর্তমানে তৃণমূলের সাংসদ।
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়ি থেকেই লোকসভা, বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। এটাই এতোদিনকার রীতি ছিল। এবার সেই নিয়ম পরিবর্তন হতে চলেছে। এবার কর্পোরেট ব্রিগেড থেকে মমতা প্রার্থী তালিকা ঘোষণা করবেন। এই মঞ্চ থেকেই প্রার্থীদের সঙ্গে কর্মীদের পরিচয় করিয়ে দেবেন। এদিন অনেকে অন্যান্য দল ছেড়ে তৃণমূলে যোগ দেবেন। তাঁদের মধ্যেও কয়েকজনকে তিনি লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের প্রার্থী করবেন। এমনকি বিধানসভার সদস্য, রাজ্যের মন্ত্রী এমন কাউকেও মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় প্রার্থী করতে পারেন বলে শোনা যাচ্ছে। এর মধ্যে শশী পাঁজা, বীরবাহা হাঁসদা যেমন আছেন তেমন জিন মালিয়ার নামও শোনা যাচ্ছে।