কলকাতা: কয়েকদিন ধরে শহর বৃষ্টিতে ভিজলেও সেই ভ্যাপসা গরম অব্যাহত কলকাতা সহ সারা দক্ষিণবঙ্গ জুড়ে। তবে এবার হাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকাই আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। সারাদিন মেঘলা থাকবে আকাশ।
আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্নাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। বর্তমানে এটি মধ্যপ্রদেশ ও তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। তার জেরেই বৃষ্টি। স্বাভাবিকের নীচে থাকতে পারে আজকের তাপমাত্রা। হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে।
আরও পড়ুন: চাঁদের পা রাখল ভারত, সাফল্যের কৃতিত্ব বিজ্ঞানীদের, বললেন রাহুল
আলিপুর হাওয়া অফিসের জানিয়েছে, শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম অর্থাৎ ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। কলকাতা সহ আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে দফায় দফায় বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে কলকাতার আশেপাশের জেলাগুলির ক্ষেত্রে আগামী বেশ কয়েকদিন বৃষ্টির কোন সম্ভাবনার কথা জানায়নি আলিপুর আবহাওয়া অফিস।
কলকাতা ও আশেপাশের জেলায় জারি হলুদ সতর্কতা। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় হতে পারে প্রবল বৃষ্টি। ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।