মহানগর ডেস্ক: বঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর দিল রাজ্য সরকার। আগামী ১০ ডিসেম্বর ২০২৩ সালের প্রাথমিকে টেট পরীক্ষা। বুধবার সাংবাদিক বৈঠক করে এ খবর জানান প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। দুপুর ১২ টা থেকে ৩টে পর্যন্ত পরীক্ষা হবে। পর্ষদ সভাপতি জানিয়েছেন, গতবারের মতো এবারও ওএমআর শিটের কার্বন কপি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন। এদিনই ওয়েবসাইটে পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে।
সংবাদমাধ্যমে সেই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর বৃহস্পতিবার থেকেই শুরু হবে টেট-এর নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশন। গৌতম পাল জানিয়েছেন, NCTE-র গাইডলাইন মেনেই টেট পরীক্ষা হবে। তিন সপ্তাহ ধরে আবেদন করার সুযোগ পাবেন চাকুরি প্রার্থীরা। যদি কারও পেমেন্টের সমস্যা হয় তাহলে ফের দিন বাড়ানো হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে আবেদন করার সময় শুরু হচ্ছে। গত বছরও সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। এনসিটিই-র গাইডলাইন ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মেনে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। সুপ্রিম কোর্টের নির্দেশ, বিএড যাঁরা করেছেন, তাঁরা এ বছর টেটে বসতে পারবেন না। তবে ডিএলএড-সহ প্রাথমিক শিক্ষকের অন্য প্রশিক্ষণ যাঁরা নিয়েছেন, তাঁরা এবার টেট দিতে পারবেন। গত বছরের টেটে যাঁরা অকৃতকার্য হয়েছিলেন, তাঁরাও নতুন করে এ বছর ফর্ম ফিলাপ করতে পারবেন। এমনটাই জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল।
প্রাথমিক পর্ষদ সভাপতি আরোও জানান, “সরকার চাইছে আরও বেশি শূন্যপদে নিয়োগ হোক। এই পর্বের নিয়োগ শেষ হলেই পরের নিয়োগের বিজ্ঞপ্তি দিতে পারব”। উল্লেখ্য, গত বছর ১১ ডিসেম্বর টেট পরীক্ষা হয়েছিল। দীর্ঘ পাঁচ বছর পর ওই পরীক্ষা হয়েছিল। তখনই পর্ষদ সভাপতি জানিয়েছিলেন, প্রতি বছর নিয়ম করে টেট পরীক্ষা হবে। এ বছরেও ডিসেম্বরে টেটের পরীক্ষার আয়োজন করেছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ।