মহানগর ডেস্ক: নতুন বছরের শুরুতেই শহর কলকাতায় র্ঘটনা। ২০২৪-কে স্বাগত জানানোর আনন্দে যখন সকলে মেতেছে ঠিক নতুন বছরের সকালেই কলকাতার পার্ক সার্কাসে নিয়ন্ত্রণ হারিয়ে বড় লরি ডিভাইডারে ধাক্কা দিয়েছে। দুর্ঘটনার পরের লরির চালক পলাতক।
ডিভাইডারে ধাক্কা দেওয়ার পর লরির সামনের অংশ একেবারে দুমরে মুচড়ে গিয়েছে। স্বস্তির বিষয় এটাই যে এই ঘটনায় কারও প্রাণহানি হয়নি।কেউও আহতও হয়নি। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পার্ক সার্কাস স্টেশনের কাছে ৪ নম্বর ব্রিজের উপরে যে জায়গা দিয়ে পার্ক সার্কাস স্টেশনে নামে সেখানেই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে ৭ পয়েন্ট থেকে সায়েন্স সিটির দিক থেকে আসছিল একটি ট্রাক। আচমকা ডান দিকের ডিভাইডারে ধাক্কা মারে লরিটি।
লরিটি সজোরে ধাক্কা দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ডিভাইডারটি। লরির চালক পলাতক। গাড়ির গতিবেগ কত ছিল তা খতিয়ে দেওয়া হবে বলেই জানিয়েছে পুলিশ। করেয়া এবং তপসিয়া থাকার পুলিশ রয়েছে ঘটনাস্থলে। বিষয়টি তাঁরা তদন্ত করে দেখবেন বলেই জানিয়েছেন। পলাতক চালকের খজে চলছে তল্লাশি।