মহানগর ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের দিনেই ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫ পুলিশ কর্তা। আহত হয়েছেন আরও ২ জন। রবিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায়।
রবিবার ভোরে রাজস্থানের চুরু জেলায় একটি পার্ক করা ট্রাকের সঙ্গে পুলিশের গাড়ির ধাক্কায় ৫ জন পুলিশ নিহত এবং আরও দুইজন আহত হয়েছে্ন। চুরুর পুলিশ সুপার প্রবীণ নায়ক জানান, দুর্ঘটনাটি ঘটেছে সুজানগড় সদর থানা এলাকায়। পুলিশ সদস্যরা একটি নির্বাচনী সভায় যোগ দিতে তারানগর যাচ্ছিলেন। মৃত পুলিশ সদস্যরা হলেন খিনভসার থানার এএসআই রামচন্দ্র, কনস্টেবল কুম্ভরাম, সুরেশ মীনা, থানারাম এবং মহেন্দ্র।
দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেছেন, “আজ সকালে, চুরুর সুজানগড় সদর এলাকায় একটি গাড়ি দুর্ঘটনায় পুলিশ সদস্যদের হতাহতের বিষয়ে দুঃখজনক সংবাদ পাওয়া গেছে। এই দুর্ঘটনায় নিহত সকল পুলিশ সদস্যদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। “