মহানগর ডেস্ক: দু’টি ক্ষেত্রে পদক দিয়ে প্রতি বছর ২৬ জানুয়ারি , যে পুলিশকর্তারা উল্লেখযোগ্য কাজ করেছেন কেন্দ্র তাঁদের সম্মান জানায়। প্রথমটি কাজে বিশেষ অবদানের (মেডেল অব ডিসটিঙ্গুইশড সার্ভিস) জন্য। অপরটি উল্লেখযোগ্য অবদানের (মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস) জন্য।
বিশেষ অবদানের জন্য এ বার রাষ্ট্রপতি পদক পাচ্ছেন, এডিজি (ইন্টেলিজেন্স) মনোজ কুমার বর্মা এবং এডিজি (পুলিশ প্রশাসন) অজয় মুকুন্দ রানাডে।রাষ্ট্রপতি পদক পাচ্ছেন রাজ্যের আরও ২০ জন পুলিশকর্তা উল্লেখযোগ্য অবদানের জন্য। আইজি (সিআইডি) রাজেশ কুমার যাদব, আইজি (উপকূল সুরক্ষা) মিতেশ জৈন, বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা।
তালিকায় আছেন রাজ্য পুলিশের ইনস্পেক্টর রাজীব সরকার, সিদ্ধার্থ চক্রবর্তী, জয়প্রকাশ পাণ্ডে, সার্জেন্ট অম্বুজ সিংহ, সহকারী পুলিশ কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়। রিজ়ার্ভ ইনস্পেক্টর সুদীপ গুহ নিয়োগী, সহকারি সাব ইনস্পেক্টর বিকাশ তামাঙ্গ, অমলেন্দু পাহাড়ি, জয়ন্ত সাহা, উজ্জ্বল সরকার, সাব ইনস্পেক্টর সুখেন্দুকুমার মণ্ডল, সুমন দে, অমরলাল রজক, মহিলা পুলিশের সাব-ইনস্পেক্টর ইন্দিরা হালদার, কনস্টেবল সুরজিৎ দেবনাথ, পুলিশের গাড়ির চালক স্বপনকুমার সাউ,পাচ্ছেন ওই পদক।