মহানগর ডেস্ক : প্রচারে বেরিয়ে মোমো বানাতে দেখা গেল যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে। বারুইপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত আহারে বাংলা রেস্টুরেন্টেও পৌঁছে যান সায়নী ঘোষ। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে মিলে নিজে হাতে মোমো তৈরি করেন প্রার্থী। এমনকী স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জড়িয়ে ধরতেও দেখা যায় তাঁকে।
প্রসঙ্গত, সরকারি কিংবা দলীয় কর্মসূচিতে যোগ দিতে যতবার পাহাড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে স্বনির্ভর গোষ্ঠার মহিলাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে মোমো তৈরি করতে দেখা দিয়েছে তাকে। এবার প্রচারেও মোমো বানিয়ে ঝড় তুলে দিলেন সায়নী। নেত্রীর পথেই প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যে তার আদর্শকেই পাথেয় করছেন সায়নী সে আর বলার অপেক্ষা রাখে না।
উল্লেখ্য,মঙ্গলবার বারুইপুর টাউন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষকে এলাকার সমস্ত কাউন্সিলর, বারুইপুর পশ্চিম বিধানসভার অন্তর্গত সমস্ত পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতিদের সঙ্গে পরিচয় করালেন স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। পরিচয় পর্ব সেরে নেওয়ার পর সেখানে একটি সাংগঠনিক বৈঠক হয়। তারপর বারুইপুর কাছারি বাজার থেকে পদ্মপুকুর মোড় পর্যন্ত একটি র্যালির আয়োজন করা হয় বারুইপুর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আর তারপরই মোমো বানাতে দেখা যায় সায়নীকে।