মহানগর ডেস্ক : লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে দেশজুড়ে। জোর কদমে প্রচার কার্য শুরু করে দিয়েছেন প্রার্থীরা। কোনো দলের প্রার্থী তালিকায় রয়েছে তারকা চমক তো কারো আমার প্রচারে দেখা যাচ্ছে অভিনবত্ব। সম্প্রতি যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে প্রচারে বেরিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলদের রেস্টুরেন্টের কিচেনে মোমো বানাতে। এবার লোকাল ট্রেনে আম জনতার মাঝে ধরা দিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। শুধু তাই নয় খেলেন ঝালমুড়ি কিনেও। এর আগে বাবুল সুপ্রিয়কে ঝালমুড়ি হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে গিয়েছিল। দুজনের মধ্যে সেই থেকেই গড়ে উঠেছিল নয়া সমীকরণ। বাবুল তখন বিজেপিতে থাকলেও বর্তমানে রাজ্যের মন্ত্রী। এবার সেই ঝালমুড়ির ঠোঙা হাতে দেখা গেল সৌমিত্রকে।
ট্রেনে ঝালমুড়ি খাওয়ার মজাই আলাদা। আজ বাঁকুড়া টু মশাগ্রাম ট্রেনে সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর দা ও ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা সকলে মিলে ঝালমুড়ি খেলাম।@narendramodi @AmitShah @BJP4Bengal pic.twitter.com/RAOSEByhIS
— Saumitra khan ( Modi Ka Parivar ) (@KhanSaumitra) March 18, 2024
প্রসঙ্গত,বাঁকুড়া টু মশাগ্রাম ট্রেনে সোনামুখী বিধানসভার বিধায়ক সহ বিজেপির কর্মীদের নিয়ে সওয়ারি হয়েছিলেন প্রার্থী সৌমিত্র খাঁ। সাধারণ মানুষের মতো ভিড় ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে দেখা গেল তাকে। শুধু তাই নয়, সবাই মিলে কিনে খেলেন ঝালমুড়িও। সাংসদের লাইফ মিলে গেল আমজনতার লাইফস্টাইলের সঙ্গে।
প্রচারে যেভাবে ঝড় উঠেছে তাতে দিল্লির দখল কার হাতে থাকবে, বাংলার দলগুলির মধ্যে কোন দল এগিয়ে থাকবে সেটাই এখন দেখার।