কলকাতা: কলকাতা STF-এর হাতে গ্রেফতার হলো পাক চরে। দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে এসটিএফ সূত্রে। ধৃত ব্যক্তির নাম ভক্ত বংশী ঝা (৩৬)। এই ব্যক্তি বিহারের দাড়ভাঙার বাসিন্দা। শুক্রবার কলকাতা থেকে পাকিস্তানি এজেন্ট সন্দেহে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। সন্দেহভাজনের মোবাইল ফোন থেকে দেশের অনেক গোপন ছবি ভিডিও সহ নানান গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে।
সূত্রের খবর, ধৃত ব্যক্তি দিল্লিতে আন্তর্জাতিক কুরিয়ার সংস্থার কুরিয়ার ডেলিভারি করতেন। এই সময় সোশ্যাল মিডিয়াতে একজন পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভ এর সঙ্গে যোগাযোগ করেছিলেন ধৃত ভক্ত বংশী ঝা। যিনি নিজেকে ‘আরুশি শর্মা’ বলে দাবি করেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচুর চ্যাট হয় দুজনের মধ্যে। নিজেকে পঞ্জাবের অমৃতসরের বাসিন্দা বলে পরিচয় দিয়েছিল ওই মহিলা। দাড়ভাঙায় সন্দেহভাজন ওই ব্যক্তির বাসভবনে অভিযানের সময়, ভোটার এবং আধার কার্ডের একটি ক্যাশ বাজেয়াপ্ত করা হয়েছিল, সম্ভাব্য জালিয়াতিমূলক কার্যকলাপের ইঙ্গিত পেয়েছে এসটিএফের।
এসটিএদের দাবি, ধৃত ব্যক্তি পাকিস্তানের কাছে গোপন তথ্য পাচার করার কাজ করত। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কাছে দেশের নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ওই ব্যক্তি পাঠিয়েছে বলে জানতে পেরেছে এসটিএফ। তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়। শনিবার তাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। প্রাথমিক ভাবে জানা গেছে, হানি ট্র্যাপের মাধ্যমে দেশের উচ্চ পদস্থ কর্তা কিংবা সেনা জওয়ানদের ফাঁসানো হত।