Home Bengal দুয়ারে সরকারে যুক্ত হল আরও দুই প্রকল্প, জেনে নিন সুবিধা

দুয়ারে সরকারে যুক্ত হল আরও দুই প্রকল্প, জেনে নিন সুবিধা

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: আগামী ১ সেপ্টেম্বর থেকে বাংলাজুড়ে শুরু হবে সপ্তম দুয়ারে সরকার (Duare Sarkar) শিবির। ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এবারের দুয়ারে সরকার শিবির চলবে।এ বছরের শিবিরের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, আরও দুটি নতুন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য রাজ্যবাসী আবেদন করতে পারবে।

আরও পড়ুন:আজও কি তিলোত্তমার মুখভার, কেমন থাকবে আবহাওয়া 

গত দুয়ারে সরকার শিবির পর্যন্ত ৩৩ টি রাজ্য সরকারি প্রকল্পের পরিষেবা পাওয়া গিয়েছিল। অর্থাৎ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে ৩৩ টিতে নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানানো যাচ্ছিল দুয়ারে সরকারের (Duare Sarkar) শিবিরে। এবারে সেই সংখ্যা বেড়ে হল ৩৫। এবারের দুয়ারে সরকার শিবিরের নতুন দুটি প্রকল্প হল পরিযায়ী শ্রমিক নাম নথিভুক্তকরণ ও বার্ধক্য ভাতা।

এবারের দুয়ারে সরকার শিবিরে ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবার জন্য সাধারণ মানুষ ক্যাম্পে গিয়ে আবেদন জানাতে পারবেন। এই ১৬ দিন ধরে যত আবেদন জমা হবে তা ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের সময়কালের মধ্যে পরীক্ষা করে পরিষেবা দেওয়ার বন্দোবস্ত করে ফেলবে রাজ্য সরকার। নতুন প্রকল্পে আবেদন করলেই পাওয়া যাবে ১০০০ টাকা!

আরও পড়ুন: Dog Helped Female Owner For Her Delivery: মালকিনের সন্তান প্রসবে ধাত্রীর ভূমিকায় দু বছরের বুল টেরিয়ার!

এবারের দুয়ারের সরকার শিবিরে নতুন পরিষেবা হিসেবে যুক্ত হয়েছে বার্ধক্য ভাতা ও পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ। এর মধ্যে ষাটোর্ধ নাগরিকরা উপযুক্ত নথি সহ বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন।যাদের আবেদন গৃহীত হবে তাঁরা প্রতিমাসে ১,০০০ টাকা করে রাজ্য সরকারের থেকে বার্ধক্য ভাতা পাবেন। শুধু এখানেই শেষ নয়,সেপ্টেম্বরে আয়োজিত হতে চলা সপ্তম দুয়ারে সরকার শিবির নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা গিয়েছে। এবারে রাজ্যের একেবারে প্রান্তিক ও দুর্গম এলাকার মানুষকেও পরিষেবার আওতায় আনার জন্য দুয়ারে সরকারের মোবাইল ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যাতে পশ্চিমবঙ্গ সরকারের এই ৩৫ টি গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধে ওই প্রান্তিক এলাকার মানুষরাও সঠিকভাবে পেতে পারেন।এর ফলে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ এলাকার বাসিন্দারা বা কালিম্পঙের প্রত্যন্ত পাহাড়ি গ্রামগুলি অথবা আলিপুরদুয়ারে একেবারে ভুটান সীমান্তের পাহাড়ি এলাকায় বসবাসরত গ্রামবাসীরাও এবার নিজের বাড়ির দোরগোড়ায় দুয়ারে সরকার শিবিরের পরিষেবা পেতে চলেছেন। রাজ্য সরকারের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শেষ দুয়ারে সরকার শিবির অর্থাৎ ষষ্ঠ দুয়ারে সরকার উপলক্ষে ৪.৬ লক্ষ শিবির আয়োজিত হয়েছিল। সেখান থেকে ৭.১ কোটি পরিষেবা পায় রাজ্যবাসী। উল্লেখ্য রবিবার বা কোন‌ও ছুটির দিনে বন্ধ থাকবে এবারের দুয়ারে সরকার শিবিরের কাজ। অর্থাৎ সবমিলিয়ে গোটা সেপ্টেম্বর মাসজুড়েই দুয়ারে সরকার শিবিরের কার্যক্রম পরিচালিত হবে বাংলায়।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved