Home Bengal অর্জুনের সম্পত্তি কত? তাঁর নামে কটা মামলা? জানুন

অর্জুনের সম্পত্তি কত? তাঁর নামে কটা মামলা? জানুন

by Mahanagar Desk
93 views

মহানগর ডেস্ক: ২০১৯ সালে লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে বিজেপি প্রার্থী হয়ে জিতেছিলেন অর্জুন সিং। তারপর তিনি আবার তৃণমূলে ফেরেন। এবার ২০২৪ এর লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে অর্জুন ফের ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন।

সম্প্রতি অর্জুন সিং তাঁর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের নিয়ম মেনে হলফনামা জমা দিতে হয়।অর্জুনের ৮২ পাতার হলফনামার উল্লেখযোগ্য বিষয় হল এর অর্ধেকের বেশি পাতায় রয়েছে তাঁর বিরুদ্ধে বিভিন্ন মামলার বিবরণ। তাঁর নামে ৯০টি মামলা রয়েছে।

এখন এইসব মামলার কথা ছেড়ে যদি অর্জুন সিংয়ের রোজগারের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে, শেষ পাঁচ বছরে তিনি লক্ষ লক্ষ টাকা রোজগার করেছেন। ২০১৮-১৯ অর্থবর্ষ থেকে ২০২২-২৩ অর্থবর্ষ পর্যন্ত তিনি পর্যায়ক্রমে  রোজগার করেছেন ১১ লক্ষ ৪৩ হাজার ৬৪৭ টাকা, ২২ লক্ষ ৯২ হাজার ২২০ টাকা, ১৩ লক্ষ ৪১ হাজার ৮৮০ টাকা, ১২ লক্ষ ২৬ হাজার ৪৮০ টাকা, ১৭ লক্ষ ৪৩ হাজার ৯৮০ টাকা।

অর্জুনের অস্থাবর সম্পত্তি সম্পর্কে  হলফনামায় তিনি জানিয়েছেন, তাঁর হাতে ১০ লক্ষ ৮ হাজার ৩২৫ টাকা ৭৮ পয়সা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ রয়েছে। ৪৯ লক্ষ ৭৫ হাজার ১৩০ টাকা দামের তার একটি চার চাকা বাহন রয়েছে। ৩ লক্ষ ৮৯ হাজার ৬৮২ টাকার সোনার অলংকার রয়েছে। আর এই সমস্ত কিছু মিলিয়ে তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২২ লক্ষ ৫৭ হাজার ৩০৯.৬১ টাকা। স্ত্রীর নামে থাকা কোন সম্পত্তির হিসেব তিনি দেননি।

এবার যদি তাঁর স্থাবর সম্পত্তির দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে তার নামে রয়েছে একটি বাসযোগ্য বাড়ি। বর্তমান বাজার মূল্য অনুযায়ী যার দাম ১ কোটি ৪৫ লক্ষ ১৬ হাজার ৪৫৬ টাকা। তবে এর পাশাপাশি তাঁর নামে গাড়ি বাবদ ৩১ লক্ষ ৬৭ হাজার ১৯৪ টাকার লোন রয়েছে। আর সবকিছু মিলিয়ে তাঁর মোট লোনের পরিমাণ ১ কোটি ১৮ লক্ষ ৭ হাজার ৫৩৯ টাকা।

অর্জুন সিংয়ের এই বিপুল পরিমাণ সম্পত্তির উৎস কি তা সম্পর্কে অনেকের মধ্যেই প্রশ্ন জাগতে পারে। এই বিষয়টি নিয়ে তিনি হলফনামায় জানিয়েছেন, রোজগারের উৎস হল ব্যবসা। এছাড়াও তিনি একজন সাংসদ ছিলেন দীর্ঘদিন ধরেই। সে ক্ষেত্রেও তাঁর রোজগার রয়েছে। অন্যদিকে অর্জুন সিংয়ের শিক্ষাগত যোগ্যতা নিয়েও অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে, এক্ষেত্রে তিনি হলফনামায় দাবি করেছেন, তিনি ১৯৮০ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved