Home Bengal তৃণমূল প্রার্থীর গাড়ি ভাংচুর! উত্তাল আরামবাগ

তৃণমূল প্রার্থীর গাড়ি ভাংচুর! উত্তাল আরামবাগ

আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত খানাকুলে এই ঘটনা ঘটেছে।

by Pallabi Sanyal
9 views

মহানগর ডেস্ক : প্রচারে বাধা! প্রার্থীর গাড়ি ভাংচুরের অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। ব্যাপক উত্তেজনা আরামবাগে। হুগলিতে বিজেপির মজবুত সংগঠন রয়েছে। আর বিজেপির নিজের শক্তিশালী কেন্দ্রেই কিনা ডুবছে দলের নাম! আরামাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে গেরুয়া বাহিনীর বিরুদ্ধে। তৃণমূলের দাবি,সম্প্রতি সন্দেশখালির ভিডিয়ো প্রকাশ্যে আসার পর প্রতিশোধ স্পৃহা জেগে উঠেছে বিজেপির মধ্যে। সেই কারণে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের টার্গেট করা হচ্ছে।
জানা গিয়েছে, আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত খানাকুলে এই ঘটনা ঘটেছে। খানাকুল ব্লকের মুস্তাফাপুর এলাকায় একটি তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে গাড়িটি দাঁড়িয়ে ছিল। আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ এই গাড়িটি প্রচারের কারণে ব্যবহার করে থাকেন। দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা সেই গাড়ির উপর বেশ কিছু দুষ্কৃতীরা এসে হামলা চালায়। গাড়িটিতে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।গাড়িতে ভাঙচুরের ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল নেতৃত্ব।

তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই ঘটনার নিন্দা প্রকাশ করা হয়েছে। তৃণমূলের তরফে জানানো হয়, ”বিজেপি আরামবাগের খানাকুল এলাকায় আমাদের প্রার্থী মিতালি বাগের উপর হামলা চালায়। তার প্রচারাভিযানের গাড়ির পিছন দিকের উইন্ডশিল্ড এবং জানালাগুলি বিজেপির গুন্ডারা ভেঙে গুড়িয়ে দিয়েছে। মহিলা প্রার্থীদের আক্রমণ করা থেকে শুরু করে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে তাদের সম্মানহানি, বিজেপির বাংলা-বিরোধী এবং নারী-বিরোধী মানসিকতার কোনও সীমা নেই!”

তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা এবং বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ সমর্থিত গুন্ডারা খানাকুলে তৃণমূল কংগ্রেসের আরামবাগের প্রার্থী মিতালি বাগ এবং তাঁর দলকে, প্রচারের সময় আক্রমণ করে এবং কর্মীদের আক্রমণ করে। গুরুতর এই আক্রমণে, গাড়ির পিছনের উইন্ডশিল্ড সহ জানালাগুলি এমনভাবে ভেঙেছে যে, মেরামতের কোনও জায়গাই নেই। যদিও, অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved