Home National বিদেশী কর্মকর্তাদের সুরক্ষিত করার জন্য G20 শীর্ষ সম্মেলনে Al ক্যামেরা 

বিদেশী কর্মকর্তাদের সুরক্ষিত করার জন্য G20 শীর্ষ সম্মেলনে Al ক্যামেরা 

by Mahanagar Desk
1 views

 

 

দিল্লীর G20 সম্মেলনের শুরু হবার আগে বিভিন্ন নিরাপত্তা সংস্থার সাহায্যে নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।আগামী ৯ এবং ১০ ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে দিল্লীতে অনুষ্ঠিত G20 সম্মেলন। এছাড়া নিরাপত্তা সংস্থাগুলো AI ভিত্তিক ক্যামেরা ব্যাবহার করছে যাতে বিভিন্ন সন্দেহজনক কার্যকলাপ ধরতে পারে এবং নিরাপত্তা বজায় রাখতে পারে।

শুধু এই Al ক্যামেরাই নয় অতিরিক্ত নিরাপত্তার জন্য মোতায়েব করা হচ্ছে NSG কমান্ডো এবং আর্মি স্নাইপারদের উচ্চ ভবনগুলিতে।এছাড়াও এই সম্মেলন শুরু হবার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ, এমআই6, চীন থেকে আগত এমএসএস বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দার দলকে মোতায়েব করা হয়েছে এবং তারা ইতিমধ্যে দিল্লীতে পৌঁছে গিয়েছে।

বিদেশ থেকে আগত বিভিন্ন বিশিষ্ট ব্যাক্তিরা দিল্লীর সবচেয়ে উচ্চমানের হোটেলে অবস্থান করবে। শি জিনপিং থাকবেন তাজ প্যালেস হোটেলে।ফ্রান্সের প্রেসিডেন্ট থাকবেন ইমানুয়েল ম্যাক্রো কলারিজেস হোটেলে।

চীন এবং ব্রাজিলের বিশিষ্ট প্রতিনিধিগণ থাকবেন তাজ প্রাসাদ হোটেলে এবং ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা থাকবেন ইম্পেরিয়াল হোটেলে।ইতালি ও সিঙ্গাপুরের বিশিষ্ট প্রতিনিধিগণ হায়াত রেসিডেন্সি হোটেলে থাকবেন বলে জানা গিয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved