Home National চিনা ম্যাপ নিয়ে বিতর্কে রাহুল, প্রধানমন্ত্রীকে নিশানা

চিনা ম্যাপ নিয়ে বিতর্কে রাহুল, প্রধানমন্ত্রীকে নিশানা

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধী কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।দেশের নতুন সরকারি ম্যাপ প্রকাশ করেছে চিন ২৮ আগস্ট।সেখানে তারা অরুণাচল প্রদেশকে নিজের বলে দাবি করেছে।বেজিং দাবি করেছে যে আকসাই চিনও তাদের।এখানেই শেষ নয়, গোটা দক্ষিণ চিন সাগর ও তাইওয়ানকেও মূল চিনা ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে।

চিন ওই ম্যাপগুলিতে অরুণাচলকে ‘দক্ষিণ তিব্বত’ বলে দাবি করেছে এবং তা চিনের অবিচ্ছেদ্য অঙ্গ বলেও দাবি করছে চিনা বিদেশমন্ত্রক।ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ইতিমধ্যে চিনের এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন।কিন্তু মণিুপুর-সহ আর পাঁচটি বিষয়ের মতোই এই প্রসঙ্গেও মুখ খুললেন না প্রধানমন্ত্রী।আর সেটা নিয়েই নিজেই কটাক্ষের শিকার হলেন মোদি।

আরও পড়ুন: Protein Shake Caused Death: প্রোটিন ড্রিংক খেয়ে বিরল রোগে মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত কিশোরের, বিরল রোগটি কি?

নরেন্দ্র মোদিকে নিশানা করে রাহুল বলেছেন, “অরুণাচলে সীমান্ত নিয়ে মোদি যে মিথ্যে বলে আসছেন চিনের প্রকাশিত মানচিত্র তার হাতেনাতে প্রমাণ।”শুধু এখানেই শেষ নয়,দিল্লি বিমানবন্দরে কর্ণাটকে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে রাহুল বলেন, “আমি বছরের পর বছর ধরে বলে আসছি যে প্রধানমন্ত্রী যা বলেছেন, লাদাখে এক ইঞ্চি জমি নষ্ট হয়নি, তা মিথ্যা। সমগ্র লাদাখ জানে যে চিন সীমা লঙ্ঘন করেছে। এই মানচিত্র সমস্যা খুবই গুরুতর. তারা জমি কেড়ে নিয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কিছু বলা উচিত।”

এস জয়শংকর এই প্রসঙ্গে সোমবার বলেন, ”চিন ওদের ম্যাপে এমন ভূখণ্ডকে অন্তর্গত করেছে, যা আদৌ ওদের নয়। এটা ওদের পুরনো অভ্যাস। ভারতীয় ভূখণ্ডকে নিজেদের ম্যাপে ঢুকিয়ে দিলেই কিছু পরিবর্তন হয় না। আমাদের সরকার নিজেদের সীমান্ত সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। আজগুবি দাবি করলেই অন্যের ভূখণ্ড ওদের হয়ে যাবে না।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved