Home National নিজের নাচের মিম ভিডিও শেয়ার করলেন প্রধানমন্ত্রী মোদী, লিখলেন, “আমিও…

নিজের নাচের মিম ভিডিও শেয়ার করলেন প্রধানমন্ত্রী মোদী, লিখলেন, “আমিও…

by Shreya Maji
202 views

মহানগর ডেস্ক:  নির্বাচনী আবহে রাজনইতিক ব্যক্তিত্বদের নিয়ে একাধিক মিম বের হয়। সম্প্রতি নাচ নিয়ে বেরিয়েছে মিম। দেশের একাধিক জনপ্রিয় রাজনইতিক নেতাদের নাচের স্পুফ ভিডিয়ো  এখন ট্রেন্ড। জা নিয়ে কম চর্চা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদঈ সোমবার তার এক্স অ্যাকাউন্টে একটি স্পুফ ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে  একটি মঞ্চে হাঁটতে এবং নাচতে দেখা জাচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  একটি অনুরূপ ভিডিও ক্লিপ শেয়ার করার পর পুলিশ একটি নোটিশ জারি করার পরই  মোদী এই ভিডিও শেয়ার করেছেন।

প্রথমে এক এক্স হ্যন্ডেল ব্যবহারকারী  এথেয়িস্ট কৃষ্ণ নামের তিনি তাঁর প্রোফাইল থেকে শেয়ার  করেছিলেন। সঙ্গের ক্যাপশনে লেখা ছিল “এই ভিডিয়োটি পোস্ট করছি, কারণ, আমি জানি এর জন্য ‘ডিক্টেটর’ আমায় গ্রেফতার করবে না।” সেই ভিডিওই শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি লিখেছেন,  “আপনাদের সকলের মতো আমিও নিজেকে নাচতে দেখে আনন্দ পেয়েছি। ভরা ভোটের মরসুমে এই ধরনের সৃজনশীলতা সত্যিই আনন্দ দেয়।”  তবে রাজনইতিক মহল বলছে যেখানে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই একই ভিডিও নিয়ে সরব হয়েছেন সেখানে প্রধানমন্ত্রী সেই মজাদার ভিডিও পোস্ট করেই আনন্দ প্রকাশ করেছেন। এর মধ্যে অন্য রাজনীতির  গন্ধ পাচ্ছেন অনেকেই।

আসল ভিডিওতে দেখা যাচ্ছে আমেরিকান র‍্যাপার লিল ইয়াচটি একটি মঞ্চে প্রবেশ করছেন৷  ২১ জুন, ২০২২-এ ইউটিউবে পোস্ট করা ভিডিওটি হিটলার এবং ডিসি সুপারভিলেন জোকার সহ বিখ্যাত ব্যক্তিত্বের সঙ্গে লিল ইয়াচটি প্রতিস্থাপন করতে সোরা এআই ব্যবহার   সাধারণ মানুষের কাছে একটি জনপ্রিয়  মিম টেমপ্লেট হয়ে উঠেছে।  মোদীর আগে দুই এক্স ব্যবহারকারী তাদের হ্যান্ডেলগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অনুরূপ স্পুফ ভিডিও শেয়ার করেছিলেন, যার পরে তারা CrPC (অজ্ঞাত অপরাধের প্রতিরোধ) ধারা  ১৪৯ এর অধীনে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ থেকে তাঁরা নোটিশ পেয়েছিলেন। তবে শুধু মমতা নয় বাংলার রাজনইতিক একাধিক নেতারও মিম বানানও হয়েছে।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved