Home National ভোট দিয়ে খুদেদের হাতে অটোগ্রাফ দিলেন মোদী!

ভোট দিয়ে খুদেদের হাতে অটোগ্রাফ দিলেন মোদী!

by Mahanagar Desk
51 views

মহানগর ডেস্ক : দেশে গণতন্ত্রের উৎসব চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎসবকে “খেলা হবে”, বলে জানতে চাইছেন জনতার কাছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, ” গণতন্ত্রে ভোটদান মহাদান।” এই গণতন্ত্রের উৎসবই বলুন আর খেলা হবেই বলুন আর মহাদানই বলুন, এই প্রক্রিয়ায় রেকর্ড সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছে। লোকসভা ভোট শুরুর পর থেকে প্রতি দফায় সোশালম মিডিয়ায় পোস্ট করে এই ভোটদরদের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার, তৃতীয় দফায় গণতন্ত্রের উৎসবে শামিল হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। সকাল সকাল আহমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারি স্কুলের বুথে ভোট দিয়েছেন গান্ধীনগর কেন্দ্রের ভোটার মোদি। মোদীর সঙ্গী ছিলেন অমিত শাহ। অমিত শাহ এই কেন্দ্রের বিজেপি প্রার্থী। আর নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ক্যামেরার সামনে হাসিমুখে, তারকা সুলভ ভঙ্গিতে পোজ দিলেন প্রধানমন্ত্রী। ভাষণ দিলেন গুজরাটি ভাষায়। সাদা কুর্তা-পাজামার উপর গেরুয়া-হলুদ ডোরাকাটা মোদি জ্যাকেট পরে নজর কেড়েছেন মোদী। মোদী এদিন ভোটদানের পর বলেন, ” গণতন্ত্রের অন্যতম কাজ এই ভোটদান। ভারতে দানের একটা মাহাত্ম্য আছে।” সাংবাদিকদের প্রতি এই গরমে কাজ করার সময় মোদীর পরামর্শ,  “বেশি করে জল খান।”

এখন লোকসভা ভোটের প্রচারে গোটা দেশ চষে বেড়াচ্ছেন নরেন্দ্র মোদি। তাঁর তীক্ষ্ম নজর ৫৪৩টি লোকসভা কেন্দ্রের দিকে। মঙ্গলবার, তৃতীয় দফায় তাঁকে দেখা গেল ভোটারের ভূমিকা পালন করতে। একেবারে দায়িত্ববান নাগরিকের মতোই সকাল সকাল আহমেদাবাদের ভোটকেন্দ্রে হাজির হন মোদী। সোমবার রাতেই তিনি আহমেদাবাদ পৌঁছে যান। সকাল ৭টায় ভোটগ্রহণ পর্ব শুরু হতেই পৌঁছে যান ভোটকেন্দ্রে। তাঁর সঙ্গে ছিলেন অমিত শাহ।

ভোট দিয়ে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দেন প্রধানমন্ত্রী। সকলকে জানালেন শুভেচ্ছা। সেইসঙ্গে তৃতীয় দফা ভোটে রেকর্ড সংখ্যক ভোটারকে ভোটদানে শামিল হওয়ার আহ্বান জানান। নিজের রাজ্য গুজরাটে ভোটের দিন স্বভাবতই একটু আবেগপ্রবণ হতে দেখা গেল মোদীকে। ণোট দিয়ে তিনি  বক্তব্য রাখলেন গুজরাটি ভাষায়। অমিত শাহকে জয়ী করার আহ্বান জানালেন ভোটারদের কাছে। জানালেন নিজের সম্ভাব্য সফরসূচির কথাও। মোদী বলেন, ”সকালে ভোট দিলাম। তবে বেশিক্ষণ এখানে থাকতে পারব না। আমার মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানায় যাওয়ার আছে। আপনাদের বলব, সবাই ভোট দিন। বিশেষ করে গুজরাটবাসীর কাছে আজ একটা বিশেষ দিন। অমিতভাই এখানে লড়ছেন। তাঁকে জয়ী করুন।”

এর পর বাইরে বেরতেই একেবারে তারকাদের যেভাবে ছেকে ধরা হয় সেভাবেই প্রধানমন্ত্রীকে ঘিরে ধরে খুদেরা। অটোগ্রাফ চাইতে থাকে তারা মোদীর কাছে। মোদী হাসিমুখে তাঁদের সঙ্গে হাত মেলান। বাচ্চাদের হাতেই অটোগ্রাফ দেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved