Home National “পাকিস্তান চুড়ি পরে বসে নেই…” ফারুক আবদুল্লাহের মন্তব্যে ঝড়

“পাকিস্তান চুড়ি পরে বসে নেই…” ফারুক আবদুল্লাহের মন্তব্যে ঝড়

by Shreya Maji
43 views

মহানগর ডেস্ক : “পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের সাথে একীভূত করা হবে” , এমনটাই  কড়া বার্তা দিয়েছিলেন  কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁর সেই মন্তব্যের প্রতিক্রিয়ায়,জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহ রবিবার  বলেছেন,   “পাকিস্তান চুড়ি  পরে বসে নেই” । ফারুক আবদুল্লাহের এই মন্তব্যের পরেই গোটা দেশজুড়ে ঝড় উঠেছে।

কেবল রাজনাথ সিং নন কয়েক দিন আগেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন “পাক অধিকৃত কাশ্মীর খুব শীঘ্র ভারতের সঙ্গে মিশে যাবে কারণ ওটা ভারতের অংশ। তারপরেই রাজনাথ সিং এই মন্তব্য করেন। তারই জবাবে ন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহ  বলেন, “প্রতিরক্ষামন্ত্রী যদি বলছেন, তাহলে এগিয়ে যান। আমরা কে থামানোর? কিন্তু মনে রাখবেন, তারা (পাকিস্তান)ও চুড়ি পরে বসে নেই। তাদের কাছে পরমাণু বোমা আছে, এবং দুর্ভাগ্যবশত, সেই পরমাণু বোমা আমাদের ওপর পড়বে।” জানিয়ে রাখা ভাল, লোকসভা নির্বাচনের আগে “পাক অধিকৃত কাশ্মীর” অন্যতম ইস্যু  হয়ে উঠেছে। বিজেপি নেতারা খুব শীঘ্র এই অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার দাবিও তুলেছে।

এপ্রিলের শুরুতে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন যে ভারতে যে উন্নয়ন ঘটছে তা বিবেচনা করে, পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) জনগণ নিজেরাই ভারতের সাথে থাকার দাবি করবে। তিনি বঙ্গের জেলা দার্জিলিং-এর বিজেপি প্রার্থী রাজু বিস্তার হয়ে প্রচার করতে এসে জোর গলায় বলেছিলেন,  “ভারতের শক্তি বাড়ছে। সারা বিশ্বে ভারতের প্রতিপত্তি বাড়ছে, এবং আমাদের অর্থনীতি দ্রুত অগ্রসর হচ্ছে। এখন PoK-তে আমাদের ভাই ও বোনেরা নিজেরাই ভারতের সাথে আসার দাবি করবে। অন্যদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রবিবার বলেছেন যে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর ভারতের অংশ । তিনি আরও বলেছেন যে , ভারতীয় সংসদের একটি রেজুলেশন রয়েছে যা বলে যে পিওকে দেশের অংশ।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved