HomeNational২০ বছর ধরে অপমান সহ্য করছেন, কল্যাণের ব্যঙ্গ নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখের কথা...

২০ বছর ধরে অপমান সহ্য করছেন, কল্যাণের ব্যঙ্গ নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখের কথা সামনে আনালেন জগদীপ ধনখড়

- Advertisement -

মহানগর ডেস্ক: চলতি বছরের শীতকালীন অধিবেশন নিয়ে রাজনৈতিক মহলের অন্দরে চর্চার শেষ নেই। বিশৃঙ্খলার জেরে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে শতাধিক সাংসদকে। এখানেই শেষ নয়  তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপরাষ্ট্রপতিকে ভেঙিয়ে বিতর্কে জড়িয়েছেন। এই ঘটনার নিন্দা করেছেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। সেই বিষয় নিয়ে এবার দুঃখ প্রকাশ করলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ঠিক কি বলেছেন সেই কথা জানিয়েছেন জগদীপ ধনখড়।

রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বুধবার বলেছেন সংসদ চত্বরে তৃণমূল সাংসদের তাঁকে নকল করার ভিডিও ভাইরাল হওয়ার পরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন। এই ঘটনাটিকে “ব্যক্তিগত আক্রমণ” হিসাবে বর্ণনা করে বলেছেন, প্রধানমন্ত্রী মোদী এই ঘটনার জন্য বেদনা প্রকাশ করেছিলেন এবং  তাঁকে জানিয়েছেন তিনি ২০ বছর ধরে “এই ধরনের অপমান সহ্য করেছেন।” টুইতে বলেছেন, “প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির কাছ থেকে একটি টেলিফোন কল পেয়েছি। তিনি গতকাল পবিত্র সংসদ কমপ্লেক্সে কিছু মাননীয় সংসদ সদস্যের জঘন্য নাটকীয়তার জন্য গভীর বেদনা প্রকাশ করেছেন। তিনি আমাকে বলেছিলেন যে তিনি ২০ বছর ধরে এই ধরনের অপমান সহ্য করেছেন  এবং সত্য যে এটি ভারতের উপরাষ্ট্রপতির মতো একটি সাংবিধানিক অফিসে ঘটতে পারে এবং তাও সংসদে দুর্ভাগ্যজনক ছিল।”

উল্লেখ্য, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে  মঙ্গলার সংসদের বাইরে রাজ্যসভার চেয়ারম্যানকে নকল করতে  দেখা যায় এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সেই ঘটনার ভিডিও করতে দেখা যায়। এই ঘটনার জন্য নিন্দা জানিয়েছেন  রাষ্ট্রপতি দ্রৌপদী। তিনি লিখেছেন, “মাননীয় উপরাষ্ট্রপতিকে যেভাবে সংসদ চত্বরে অপমান করা হয়েছে, তা দেখে আমি অত্যন্ত দুঃখিত। নির্বাচিত প্রতিনিধিদের নিজেদের ভাবপ্রকাশ করার স্বাধীনতা রয়েছে, কিন্তু তা শালীনতা ও মর্যাদার সীমার মধ্যে থেকে। এটাই সংসদের ঐতিহ্য, যা নিয়ে আমরা গর্ববোধ করি এবং ভারতের নাগরিকরাও জনপ্রতিনিধিদের কাছ থেকে সেই রীতি বজায় রাখার আশা করেন।” তবে যাই হোক এদিন জগদীপ ধনখড় আরও বলেছেন যে, তিনি প্রধানমন্ত্রী আস্বস্ত করেছেন এই ধরনের “বিদ্বেষ”  তাঁকে তার দায়িত্ব পালনে বাধা দেবে না। বলেছেন, “আমি প্রধানমন্ত্রীকে  বলেছিলাম- মাননীয় প্রধানমন্ত্রী, আমার দায়িত্ব পালনে এবং আমাদের সংবিধানে বর্ণিত নীতিগুলিকে সমুন্নত রাখতে কয়েকজনের অপতৎপরতা আমাকে বাধা দেবে না। আমি সেই মূল্যবোধের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো অপমান নয়। আমাকে আমার পথ পরিবর্তন করতে বাধ্য করবে।”

Most Popular