মহানগর ডেস্ক: কামালগাজিতে বিধ্বংসী অগ্নিকান্ড শীতের ভোরে। পুড়ে মৃত্যু হল বৃদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। তবে অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট নয় এখনও।সূত্রের খবরে জানা গিয়েছে, একটি ফুলের দোকান ছিল কামালগাজি ফ্লাইওভারের নিচে।একটি গুমটি ঘর ও সাইকেল গ্যারাজ ছিল তার সঙ্গেই।সেখানেই এক বৃদ্ধা থাকতেন।
মঙ্গলবার রাতেও অন্যান্যদিনের মতোই তিনি ঘুমিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা সাতসকালে উঠে দেখেন, গোটা এলাকা ঢেকে গিয়েছে ধোঁয়ায়। ওই ফুলের দোকান ও গুমটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এরপর দমকলে খবর দেওয়া হয়। তবে গ্যারাজে ইঞ্জিন পৌঁছনোর আগেই ছড়িয়ে যায় আগুন।
অতঃপর দমকলের একটি ইঞ্জিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়।আগুন আয়ত্তে আনার কাজ শুরু হয়। দেখা যায়, এক বৃদ্ধা ছিলেন ওই গুমটিতে। অগ্নিকাণ্ডের জেরে পুড়ে মৃত্যু হয়েছে তাঁর। ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড, তা স্পষ্ট নয় এখনও। তবে প্রাথমিভাবে মনে করা হচ্ছে, এই ঘটনা শর্টসার্কিটের জেরেই ঘটেছে।