Home Bengal আরো ১৯০ বাহিনী কোম্পানি! থামবে কি অশান্তি?

আরো ১৯০ বাহিনী কোম্পানি! থামবে কি অশান্তি?

তৃতীয় দফার ভোটগ্রহণ হতে চলেছে মালদা ও মুর্শিদাবাদ জেলার মোট ৪ কেন্দ্রে।

by Pallabi Sanyal
18 views

মহানগর ডেস্ক : লোকসভা নির্বাচনেও থেমে নেই অশান্তি। নির্বাচনের দনে হোক কিংবা প্রচারের সময়, একে অপরের বিরুদ্ধে হামলা থেকে শুরু করে দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ তুলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে তৃতীয় দফার নির্বাচনের আগে তাই আরও ১৯০ কোম্পানি বাহিনী এল রাজ্যে। এই নিয়ে বাংলায় বর্তমানে মোতায়েন রয়েছে মোট ৫৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় তৃতীয় দফায় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনের চূড়ান্ত বৈঠক।

কমিশন সূত্রে জানা গিয়েছে,৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ৪০৬ কোম্পানি বাহিনী তৃতীয় দফার ভোটের কাজে মোতায়েন থাকবে। প্রথম দুই দফার ভোটের স্ট্রং রুম গুলোর নিরাপত্তা সহ অন্যান্য জেলায় মোতায়েন থাকবে আরো ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ ৪০৬ ও ১৭, অর্থাৎ মোট ৪২৩ কোম্পানি বাহিনী প্রথম দুই দফার ভোটের স্ট্রং রুমে নিরাপত্তা এবং তৃতীয় দফার বুথ পাহারার দায়িত্বে থাকবে।অতিরিক্ত ১৯০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই যা ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছে, তাদের চতুর্থ দফার কেন্দ্রগুলিতে ভোটারদের ভয়-ভীতি দূর করতে এবং এরিয়া ডমিনেশনের কাজে লাগানো হবে।

উল্লেখ্য, তৃতীয় দফার ভোটগ্রহণ হতে চলেছে মালদা ও মুর্শিদাবাদ জেলার মোট ৪ কেন্দ্রে। এই দফায় নির্বাচন শান্তিপূর্ণ ভোট করা একটা চ্যালেঞ্জ বলেই মনে করছে নির্বাচন কমিশন।চতুর্থ দফায় ভোট বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর ও আসানসোল লোকসভা কেন্দ্রে।এদিকে ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীকে অপব্যবহারের অভিযোগ তুলেছে তৃণমূল। এমনকী কেন্দ্রীয় বাহিনী ভোটদানে বাধা দিলে, পালটা রুখে দাঁড়ানোর পরামর্শও দেওয়া হয়েছে। তবে, লক্ষ্য একটাই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved