Home National নির্বাচনী আবহে মাস্টার স্ট্রোক! এক ধাক্কায় অনেকটাই কমলো রান্নার গ্যাসের দাম

নির্বাচনী আবহে মাস্টার স্ট্রোক! এক ধাক্কায় অনেকটাই কমলো রান্নার গ্যাসের দাম

প্রতিটি ১৯ কেজি ওজনের বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২০ টাকা করে কমে গিয়েছে।

by Pallabi Sanyal
54 views

মহানগর ডেস্ক : সাত দফা নির্বাচনের ২ দফা অতিক্রান্ত। তৃতীয় দফার আগেই মিললো সুখবর। এক ধাক্কায় অনেটাই কমল রান্নার গ্যাসের দাম। ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, ১ মে থেকে কলকাতায় প্রতিটি ১৯ কেজি ওজনের বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২০ টাকা করে কমে গিয়েছে। এদিকে শুধু তাই নয়, অন্য আরেক ধরনের সিলিন্ডারের দাম আজ এক ধাক্কায় প্রায় ৫০ টাকা পর্যন্ত কমেছে শহরে। লোকসভা নির্বাচনের আরও ৫টি দফায় ভোটগ্রহণ বাকি। তার আগে এই গ্যাসের দাম কমায় স্বস্তি পাবেন অনেকেই।

ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী, ১ মে থেকে কলকাতার বাজারে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে দাঁড়িয়েছে ১,৮৫৯ টাকা। এপ্রিলে সেই দামটা ১,৮৭৯ টাকা ছিল। অন্যদিকে ৪৭.৫ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আজ কমেছে ৪৯.৫ টাকা। এখন বড় বড় হোটেলে এই সিলিন্ডার কিনতে পারবে ৪৬৪৪ টাকায়।এদিকে আজ ঘরোয়া ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত থেকেছে। এই আবহে আজ কলকাতায় ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ৮২৯ টাকা। অপরদিকে ৫ কেজি ওজনের ছোট ঘরোয়া সিলিন্ডার আজ কলকাতায় বিকোচ্ছে মাত্র ৩০৮.৫ টাকায়। আজ এই গ্যাস সিলিন্ডারের দামও পরিবর্তন করা হয়নি।

উল্লেখ্য, এর আগে মার্চ মাসে কলকাতায় ভর্তুকিহীন ঘরোয়া ১৪.২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল ১৭১ টাকা। তার আগে ২০২৩ সালের অক্টোবরে তা বেড়েছিল ৭১ টাকা। আর ২০২৩ সালের অগস্টে ১৪.২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমেছিল। অন্যদিকে, দিল্লিতে ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৮০৩ টাকা পড়বে। মুম্বইয়ে তা কিনতে খরচ করতে হবে ৮০২.৫ টাকা। আর চেন্নাইয়ে একটি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে ৮১৮.৫ টাকা লাগবে। বেঙ্গালুরুতে তা ৮০৫.৫ টাকা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved