Home Kolkata প্রচণ্ড গরমে কলকাতায় প্রথম গেল প্রাণ, হিট স্ট্রোকে মৃত ২৬ বছরের যুবক

প্রচণ্ড গরমে কলকাতায় প্রথম গেল প্রাণ, হিট স্ট্রোকে মৃত ২৬ বছরের যুবক

by Shreya Maji
387 views

মহানগর ডেস্ক: সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে গরম। একেবারে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। শুধু কলকাতা নয় জেলাতেও তাপমাত্রা বাড়ছে লাগামছাড়া গতিতে। এর মধ্যেই প্রচণ্ড গরমে কলকাতায় প্রথম গেল প্রাণ। হিট স্ট্রোকে  মৃত্যু হয়েছে ২৬ বছরের যুবকের।

জানা গিয়েছে মৃত যুবকের নাম  সুমন রানা। তিনি বাগুইআটির বাসিন্দা । সোমবার দুপুরে মধ্য কলকাতায় তিনি কোন  কাজে  গিয়েছিলেন । ভোর দুপুরে কাজে বেড়িয়ে ওই যুবক রাস্তার মাঝেই  হঠাৎ অসুস্থ হয়ে পড়েন । বিষয়টি নজরে আসতেই  সুমন রানাকে সঙ্গে সঙ্গে বড়বাজার থানার পুলিশ বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানেই সোমবার রাতে মৃত্যু হয় যুবকের। হিট স্ট্রোকেই মৃত্যু হয়েছে এটাই নিশ্চিত করেছেন   চিকিৎসকরা। কলকাতায় এই প্রবল গরমে প্রথম মৃত্যুকে কেন্দ্র করে আতঙ্ক বাড়ছে শহরবাসীর।

আজ মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ছুঁয়েছে ৪৩ ডিগ্রি । এর আগে ১৯৫৪ সালের এপ্রিল  মাসে কলকাতার তাপমাত্রা ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। কলকাতায় এটাই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি তাপমাত্রা। মঙ্গলবার ১৯৮০ সালের পর ২০২৪-এর ৩০ এপ্রিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে সবচেয়ে বেশি তাপমাত্রা। ১৯৮০ সালের পর শেষ ৪৪ বছরের মধ্যে মঙ্গলবার, ৩০ এপ্রিল, কলকাতার ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হল সর্বাধিক। গরমের বাড়বারন্ত দেখে চিকিৎসকেরা বারবার সতর্ক করছেন। খুব প্রয়োজন ছাড়া বাইরে  না যাওয়ার  পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বারে বারে জল খেতে এবং একান্তই বাড়ির বাড়িতে গেলে সঙ্গে করে ছাতা, জলের বোতল নিয়ে যাওয়ার কথা জানাচ্ছেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved