Home National দেশে “একক দলীয় শাসন” প্রতিষ্ঠা করতে চান PM Modi, বিস্ফোরক দাবি খাড়গের

দেশে “একক দলীয় শাসন” প্রতিষ্ঠা করতে চান PM Modi, বিস্ফোরক দাবি খাড়গের

by Shreya Maji
12 views

মহানগর ডেস্ক: বিশৃঙ্খলার জেরে চলতি বছরে শীতকালীন অধিবেশন থেকে বরখাস্ত করা হয়েছে ১৪১ জন সাংসদকে। এই নিয়েই তোলপাড় হচ্ছে গোটা দেশের রাজনীতি। এই ঘটনার জন্য বিরোধী দলগুলি বিজেপিকে নিশানা করেছে। এই ঘটনা প্রসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আজ বুধবার অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী( PM Modi) এবং বিজেপি দেশে “একক দলীয় শাসন” প্রতিষ্ঠা করতে চায় এবং সংসদ থেকে সাংসদদের বরখাস্ত করা হয়েছে তার জন্য।

প্রধানমন্ত্রী এবং শাসক দল বিজেপিকে নিশানা করে খাড়গে বলেছেন, “প্রধানমন্ত্রী এবং তাঁর দল দেশে একটি ‘একক দলীয় শাসন’ প্রতিষ্ঠা করতে চায়। তারা ‘এক আকেলা’-এর কথা বলে যা গণতন্ত্রকে ধ্বংস করার সাদৃশ্য। বিরোধী সাংসদদের সাসপেন্ড করে তারা ঠিক এটাই করেছে। এই লজ্জাজনক নিরাপত্তার ত্রুটির জন্য উচ্চ পদে থাকা লোকদের শাস্তি দেওয়ার পরিবর্তে, তারা সাংসদদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, যার ফলে জবাবদিহিতা থেকে পালিয়ে গিয়েছে।”

উল্লেখ্য, শীতকালীন অধিবেশনে দুজনের অনুপ্রবেশ থেকে শুরু করে সাংসদদের  বরখাস্ত করা সব নিয়েই বিরধীদের নিশানায় কেন্দ্রের শাসক দল। বিরোধীরা ১৪১ জন সাংসদকে সাসপেন্ড করা এবং সংসদে   নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে একটি বিবৃতি চেয়েছে। কংগ্রেস নেতা , মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করে বলেছেন, বিজেপি  সংসদে অনুপ্রবেশকারীদের প্রবেশের সুবিধা করে দিয়েছে এবং তাঁরা    মুক্ত রয়েছেন এবং এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। কংগ্রেস সভাপতি টুইটে প্রশ্ন তুলে লিখেছেন, “এটা কী ধরনের তদন্ত? কেন সংসদীয় নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত সিনিয়র অফিসারদের জবাবদিহি করা হয়নি? এখনই প্রধানদের  পদক্ষেপ নেওয়া উচিত ছিল।” এই ঘটনার পর কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলি সাংসদের স্থগিতাদেশের বিরুদ্ধে আন্দোলন করছে এবং নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করে সংসদের কার্যক্রম ব্যাহত করছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved