Home National রাহুল গান্ধীকে সমর্থন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর, এই নিয়েই যা বললেন PM Modi

রাহুল গান্ধীকে সমর্থন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর, এই নিয়েই যা বললেন PM Modi

by Shreya Maji
27 views

মহানগর ডেস্ক:   ভারতে হচ্ছে লোকসভা নির্বাচন কিন্তু তার মধ্যেই জড়িয়ে গেল পাকিস্তান। যে ঘটনা নিয়ে রীতিমত চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও চর্চা হওয়ার মতই ঘটনা।  কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সমর্থন জানিয়ে পোস্ট করেছেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন। সেই পোস্টের পরই শুরু হয় বিতর্ক। তাই নিয়েই এবার খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী  বৃহস্পতিবার গুজরাটের আনন্দ থেকে কটাক্ষ করে বলেছেন, পাকিস্তানি নেতারা “এখন কংগ্রেসের জন্য প্রার্থনা করছেন”।

আনন্দে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “কাকতালীয়ভাবে দেখুন, আজ ভারতে কংগ্রেস দুর্বল হয়ে পড়ছে। মজার ব্যাপার হল কংগ্রেস যেমন মরছে, পাকিস্তান কাঁদছে। এখন পাকিস্তানের নেতারা কংগ্রেসের জন্য প্রার্থনা করছেন।” এর পরেই  কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী  আরও বলেন, “পাকিস্তান যুবরাজকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে আগ্রহী, এবং আমরা ইতিমধ্যেই জানি যে কংগ্রেস পাকিস্তানের অনুরাগী৷ পাকিস্তান এবং কংগ্রেসের মধ্যে এই অংশীদারিত্ব এখন সম্পূর্ণরূপে উন্মোচিত হয়েছে৷”

প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আবহে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ক্যাবিনেটের প্রাক্তন মন্ত্রী  ফাওয়াদ হুসেন   রাহুল গান্ধীর একটি ভিডিয়ো শেয়ার করেন। যার ক্য়াপশনে লেখেন, “রাহুল অন ফায়ার”। এই পোস্ট  প্রকাশ্যে আসতেই  বিতর্কের ঝড় ওঠেছে। শুধু প্রধানমন্ত্রী মোদী নয় রাহুল গান্ধীকে পাক সমর্থন নিয়ে খোঁচা দিয়েছেন অন্যান্য বিজেপি নেতারাও।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved