Home National “লোকসভা ভোটে আবার ডুববে কংগ্রেস, খাড়গে-সহ প্রবীণদের বলির পাঁঠা করা হবে”, ভবিষ্যৎবাণী অমিত শাহর

“লোকসভা ভোটে আবার ডুববে কংগ্রেস, খাড়গে-সহ প্রবীণদের বলির পাঁঠা করা হবে”, ভবিষ্যৎবাণী অমিত শাহর

by Mahanagar Desk
218 views

মহানগর ডেস্ক : কংগ্রেসের ভবিষ্যৎ নির্ধারণ করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ।
রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কার নাম না করে অমিত শাহ বলেন, ‘‘আগামী ৪ জুন ভোটগণনার ফল ঘোষণার পরই ভাই-বোনকে হারের দায় থেকে আগলানোই কংগ্রেসের এক মাত্র কাজ হবে। তাই বলির পাঁঠা করা হবে ৮০ বছরের মল্লিকার্জুন খাড়গেকে।’’

কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির উদ্দেশে অমিত শাহর মন্তব্য, ‘‘খড়গেজি দয়া করে গান্ধী পরিবারের স্বার্থে মিথ্যা কথা বলবেন না। মনে রাখবেন, আগামী ৪ জুন লোকসভা ভোটের ফল ঘোষণার পরে ওই পরিবারের স্বার্থরক্ষার জন্যই আপনাকে কাঠগড়ায় তোলা হবে।’’

অমিত শাহর কংগ্রেস সভাপতিকে খোঁচা দিয়ে  মন্তব্য, ‘‘খড়গেজি বলছেন, নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরে এলে গরিবদের সর্বনাশ হবে। আমি তাঁকে প্রশ্ন করতে চাই, দেশের ২৫ কোটি গরিব মানুষকে যখন দারিদ্রসীমা থেকে তুলে আনা হয়েছিল, তখন কি তাঁদের উপকার হয়নি?’’

তবে প্রশ্ন একটাই ভোট শেষ হওয়ার আগে ভোটের ফল নিয়ে কংগ্রেসের ভবিষ্যৎ কি ভাবে বলে দিচ্ছেন অমিত শাহ? ইতিমধ্যেই বিজেপির সম্পর্কে কংগ্রেস অভিযোগ করেছে ইভিএম -এ কারচুপি করে বিজেপি ভোট জিততে চেষ্টা চালাচ্ছে। এখন কংগ্রেস দাবি করছে, ইভিএম কারচুপি করে বিজেপি যে গণতন্ত্রের কন্ঠরোধ করতে চাইছে সেটাই অমিত শাহর কথায় ধ্বনিত হচ্ছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved