Home Bengal ভোট মরশুমে প্রকাশ পেল মাধ্যমিকের ফল, বাবা-মার পরিশ্রমেই সাফল্য, বললেন সেরার সেরা

ভোট মরশুমে প্রকাশ পেল মাধ্যমিকের ফল, বাবা-মার পরিশ্রমেই সাফল্য, বললেন সেরার সেরা

জেলাভিত্তিক পাশের হারে এবার প্রথম স্থানে রয়েছে কালিম্পং।

by Pallabi Sanyal
47 views

মহানগর ডেস্ক : জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা। লোকসভা নির্বাচনের তৃতীয় দফার আগেই প্রকাশিত হল ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ফল। পরীক্ষা শেষ হওয়ার তিন মাস পরে নয়, বরং ১০ দিন আগে, ৮০ দিনের মাথায় ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। এবারে পরীক্ষা দিয়েছিল ৯ লক্ষ ১০হাজার ৫৯৮জন পরীক্ষার্থী। গতবারের তুলনায় বেড়েছে পাশের হার। পাশ করেছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন ।শতাংশের হিসেবে এবার প্রতি ১০০ জনে উত্তীর্ণ হয়েছে৮৬.৩১ জন। ২০২৩-এ যা ছিল ৮৬.১৫ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে এবার প্রথম স্থানে রয়েছে কালিম্পং। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে পূর্ব মেদিনীপুর ও কলকাতা।

পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, এবারের মাধ্যমিকের মেধা তালিকার প্রথম ১০-এ রয়েছেন ৫৭ জন পড়ুয়া। মেধা তালিকায় সবচেয়ে বেশি জায়গা পেয়েছে দক্ষিণ ২৪ পরগনার ছেলে-মেয়েরা। এই জেলা থেকে রয়েছে ৮ জন। এছাড়া দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর থেকে ৭ জন, বাঁকুড়া, মালদা ও পশ্চিম মেদিনীপুর থেকে ৪ জন, বীরভূম থেকে ৩ জন ও কোচবিহার ও হুগলি থেকে ২ জন পড়ুয়ারা মেধা তালিকায় জায়গা পেয়েছে। মেধা তালিকায় রয়েছে কলকাতার মাত্র ১ জন পড়ুয়া। হাওড়া ও পুরুলিয়া থেকেও একজন করে পড়ুয়া মেধা তালিকায় জায়গা পেয়েছে। এবারের মাধ্যমিকে ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১ লাখ ১৮ হাজার ৪১১ জন, যা ১২ শতাংশের বেশি।

চলতি বছরের মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহার রামভোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন। তার প্রাপ্ত নম্বরের পরিমাণ ৬৯৩। যা ৯৯ শতাংশ। ফল ঘোষণা হতেই রীতিমতো ঊচ্ছ্বসিত ছিল সে। প্রথম প্রতিক্রিয়ায় চন্দ্রচূড় জানিয়েছে, দুর্দান্ত এই রেজাল্টের পিছনে রয়েছে তার মা-বাবার অক্লান্ত পরিশ্রম। আগামী দিনে মেডিক্যাল নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে তার। দ্বিতীয় স্থানে রয়েছে পুরুলিয়া জিলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। তার প্রাপ্ত নম্বর ৬৯২। তৃতীয় স্থান অর্জন করেছে মোট ৩ জন। এদের মধ্যে রয়েছে, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ, বীরভূম নিউ ইন্টিগ্রেডড হাইস্কুলের পুষ্পিতা বাঁশুরি ও দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈঋত রঞ্জন পাল। এদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৯১।মাধ্য়মিকের মেধা তালিকায় চতুর্থ স্থানে রয়েছে কামারপুকুরের রামকৃষ্ণ মিশন মাল্টিপারপস স্কুলের ছাত্র তপজ্যোতি মণ্ডল। ৯৮,৫৭ শতাংশ নম্বর পেয়েছে সে। অর্ঘ্যদীপ বসাকের নাম রয়েছে পঞ্চম স্থানে। পূর্ব বর্ধমানের পারুলডাঙা নসরতপুর হাইস্কুলের এই পড়ুয়ার প্রাপ্ত নম্বর ৬৮৯। যা ৯৮.৪৩ শতাংশ।

সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে তারা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পাচ্ছে। ফল জানা যাচ্ছে wbbse.wb.gov.in এবং wbresults.nic.in – এই দুটি ওয়েবসাইটে।রোল নম্বর এবং জন্মতারিখ দিয়ে ‘Submit’ করতে হবে। তাহলেই স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।

পর্ষদের তরফে জানানো হয়েছে যে সকাল ১০ টা থেকে নির্দিষ্ট ক্যাম্প অফিসের মাধ্যমে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে। রাজ্যজুড়ে পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট। আটটি মহকুমার ক্ষেত্রে আবার ক্যাম্প অফিস পালটানো হয়েছে। বাকি জায়গাগুলির ক্যাম্প অফিসের ঠিকানা একই রয়েছে। সেখান থেকে স্কুলের প্রতিনিধিরা মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। তারপর পড়ুয়াদের হাতে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ। অর্থাৎ দিনের দিনই মিলবে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট। সফল ছাত্র ছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved