Home Entertainment ষড়যন্ত্রের শিকার শাহরুখ পত্নী গৌরী খান, জেনে নিন তলব নিয়ে কি বলছে ইডি

ষড়যন্ত্রের শিকার শাহরুখ পত্নী গৌরী খান, জেনে নিন তলব নিয়ে কি বলছে ইডি

by Mahanagar Desk
12 views

মহানগর ডেস্ক: শাহরুখ খানের ডাঙ্কি মুক্তি পাবে রাত পোহালেই। ঠিক তার আগেই পরিবারে মহাবিপদ। খ্যাতনামা ইন্টেরিয়র ডিজাইনার তথা বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরী খানকে ইডির তলব। এমনকী তাঁকে নোটিশও পাঠানো হয়েছে এমনটাই শোনা যায়।  বিষয়টি মঙ্গলবার দুপুর থেকেই চারিদিকে ছড়িয়ে পড়েছে।তাঁকে ১৯ ডিসেম্বর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটি নোটিশ জারি করায় ছড়িয়ে পড়ে নানা ধরনের গুজবও। একটি রিয়েল এস্টেট কোম্পানি, তুলসিয়ানি গ্রুপ, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মোট ৩০ কোটি টাকা আত্মসাৎ করার। তবে ইডি সত্যিই কি শাহরুখ পত্নীকে দিয়েছে নোটিশ? তদন্তকারী সংস্থা কী জানাল?আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত:

তুলসিয়ানি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদে রয়েছেন গৌরী খান।রিপোর্টে দাবি করা হয়েছে যে ED, কোম্পানির সঙ্গে যুক্ত থাকা আর্থিক লেনদেনের বিষয়ে জড়িত থাকা সমস্ত তদন্ত শুরু করেছে। বহু বছর ধরেই তুলসিয়ানি গ্রুপ একটি উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির জন্য অভিযুক্ত। প্রায় আনুমানিক ৩০ কোটি টাকার যে কেস রয়েছে তাদের নামে, তা প্রভাব ফেলেছে নানাভাবে। তবে, অনলাইনে রিপোর্ট ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা পরেই, অর্থ আত্মসাতের মামলায় তারকা স্ত্রীকে নোটিশ পাঠানোর বিষয়টি অস্বীকার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

লখনউয়ের রিয়েল এস্টেট কোম্পানি তুলসিয়ানি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিং খান পত্নী। ২০১৫ সালে এই গ্রুপ ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেন তাঁকে। মনে করা হচ্ছে সেই কোম্পানির অর্থ সংক্রান্ত তদন্তের তথ্যই চাওয়া হয়েছে। ব্যাঙ্ক থেকে প্রায় ৩০ কোটি টাকা আত্মসাত এবং কোম্পানির বিরুদ্ধে বিনিয়োগকারীর অভিযোগ থাকায়, স্বাভাবিকভাবেই গৌরী খানের নাম জড়িয়ে পড়ে সেই তদন্তে। যদিও এখনও এই বিষয়ে কোনওরকম মন্তব্য করেননি গৌরী খান। তবে ইডি যে বিষয়টি পুরোপুরি অস্বীকার করে নিয়েছে, তা জেনে শাহরুখ ভক্তেরাও খানিক স্বস্তি পেয়েছেন।

You may also like