Home National Salary Of First World Cup Indian Team: তিরাশিতে লর্ডসে বিশ্বকাপ জয়ী ভারতের ক্রিকেটাররা কত টাকা পেয়েছিলেন, জানলে লজ্জায় পড়বেন আপনি!

Salary Of First World Cup Indian Team: তিরাশিতে লর্ডসে বিশ্বকাপ জয়ী ভারতের ক্রিকেটাররা কত টাকা পেয়েছিলেন, জানলে লজ্জায় পড়বেন আপনি!

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: আজকের দিনে ক্রিকেট খেলে কোটি কোটি টাকা রোজগার করছেন ভারতের ক্রিকেটাররা (First World Cup Winner Indian Team)। কত টাকা রোজগার করছেন, তার ইয়ত্তাও নেই। বিশাল রোজগারের পাশাপাশি প্রাসাদোপম বাড়ি, চোখ ধাঁধানো গাড়ি-কী নেই বিরাট কোহলি, রোহিত শর্মাদের। কিন্তু যদি আমরা ১৯৮৩ সালে, যেবার লর্ডসে কপিলদেবের (Kapildev) নেতৃত্বে দুবারের বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছিল ভারতের ক্রিকেট দল, সেদিনে ফিরে গেলে আমরা চমকে উঠবো।

ভারতের সেই ঐতিহাসিক জয়ে শামিল হয়েছিলেন আসমুদ্র হিমাচলের মানুষ। কিন্তু সেই অবিস্মরণীয় জয়ের নায়কেরা কত টাকা পেয়েছিলেন, (Salary Of First World Cup Indian Team) তা জানলে হতভম্ব হওয়া ছাড়া কোনও উপায় নেই। লর্ডসের সেই ঐতিহাসিক ফাইনালে যাঁরা খেলেছিলেন, তাঁরা ভাতা হিসেবে পেতেন মাত্র দুশো টাকা করে। আর প্রতি খেলায় ম্যাচ ফি বাবদ তাঁদের জুটতো পনেরোশ টাকা।

জানি, এ খবর জানার পর ক্রিকেটপ্রেমীদের মন খারাপ হতে বাধ্য। কিন্তু এটাই বাস্তব সত্যি। বলা যেতে পারে নিষ্ঠুর বাস্তব। আজ ক্রিকেট বোর্ড থেকে স্পনসরের দৌলতে কোটি কোটি টাকা পাচ্ছেন কোহলিরা। নামী সাংবাদিক মকরন্দ ওয়েগানকর টিম সিট ও সেদিনের নায়কদের ফি নিয়ে স্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, ওঁদের প্রত্যেকেরই দশ কোটি টাকা করে প্রাপ্য ছিল। কিন্তু হায়! তাঁদের ওই অতি সামান্য টাকা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল।

বিশ্বকাপ জয়ী দলে ছিলেন কপিলদেব, সুনীল গাভাসকর, যশপাল শর্মা, মোহিন্দর অমরনাথ, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, রজার বিনি,মদনলাল, সঈদ কিরমানি, কীর্তি আজাদ,রবি শাস্ত্রী, সন্দীপ পাতিল, দিলীপ বেঙ্গসরকার, সুনীল ওয়ালসন।

২০১১ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা নগদ টাকা ও আরও বিশাল পুরস্কার পেয়েছিলেন। প্রতিটি খেলোয়াড় পান দুকোটি টাকা করে। এমনকী ২০০৩ সালে ভারতীয় ক্রিকেটদল জিততে না পারলেও কমপক্ষে প্রত্যেক খেলোয়াড় বিসিসিআই ও স্পনসরদের কাছ থেকে সাত মিলিয়ন করে পেয়েছিলেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved