কলকাতা: স্বপ্নদ্বীপ কুণ্ডুর মৃত্যুর পর শুক্রবারে কলকাতা হাইকোর্টের তরফ থেকে ইউনিয়নের ৩ ছাত্র ইউনিয়নকে নোটিশ পাঠানো হয়েছে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই নোটিশ এসেছে বলে জানা গিয়েছে। শুক্রবার যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র ইউনিয়ন আর্টস,সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য নোটিশ দিয়েছে হাইকোর্ট।
এবিভিপি এবং বিজেপি যুবমর্চা এই দুটি দল শুক্রবার যোদবপুর বিশ্ববিদ্যালয়ের রাগিংয়ের প্রতিবাদে পথে নেমেছিল। ABVP পুলিশের ব্যারিকেট ভেঙে মিছিল করলে পুলিশ বেশ কিছু জনকে আটক করে।তাদের মিছিল চালু হয়েছিল গোলপার্ক থেকে আর শেষ হয়েছিল যাদবপুরের এইট বি বাস স্ট্যান্ডে গিয়ে। এই ভয়াবহ রগিংয়ের পরও যাদবপুরে বসেনি কোনো সিসিটিভি। সিসিটিভি বসানোর কথা চিন্তা করলেও বসেনি এখনও ক্যামেরা। ছাত্র মৃত্যুর ১৫দিন হতে চললো এখনও কোনো হেলদোল দেখা যাচ্ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলোতে। ছাত্র মৃত্যুর পর কেনো সিসিটিভি বসানো নিয়ে এত টালবাহানা তার জানতে চাইছে মিডিয়া।
যাদবপুরের ছাত্র মৃত্যুতে শোরগোল চললেও নিরাপত্তার বিষয় নিয়ে চলছে হাজার পশ্নের জট। বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাসে সেবার পোশাকে যে লোকেদের দেখতে পাওয়া যাচ্ছে তারা আসলে সেনা নয় তবে তারা কারা?যাদবপুরের এক উপাচার্যকে এই বিতর্ক নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।পুলিশের তরফ থেকে যাদবপুরের কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলা হয়েছে বলে জানা গিয়েছে।