Home Bengal বড়বাজারে বেআইনি গুদামে ভয়াবহ আগুন, তৃণমূল কাউন্সিলর তাপস রায়কে দেখেই তেড়ে গো ব্যাক স্লোগান দিলেন, ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে, আগুন নিয়ন্ত্রণে

বড়বাজারে বেআইনি গুদামে ভয়াবহ আগুন, তৃণমূল কাউন্সিলর তাপস রায়কে দেখেই তেড়ে গো ব্যাক স্লোগান দিলেন, ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে, আগুন নিয়ন্ত্রণে

by Mahanagar Desk
27 views

মহানগর ডেস্ক : বড়বাজারে আবাসিক এলাকায় বেআইনি গুদামে ভয়াবহ আগুন, তাপস রায় পৌঁছতেই গো-ব্যাক স্লোগান তৃণমূল কাউন্সিলরের, দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।

সোমবার ভোরে বড়বাজারের একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগল। ঘটনাস্থলে প্রথমে দমকলের ৭টি ইঞ্জিন এসে পৌঁছয়। আগুন দ্রুত ছড়িয়ে যাওয়াতে পরে আরও তিনটি ইঞ্জিন যোগ হয়। মোট ১০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। গুদামে দাহ্য পদার্থ এবং প্লাস্টিকের সামগ্রী ছিল, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সোমবার ভোররাতে আচমকাই ওই গুদামে আগুন লাগার ঘটনা ঘটে। বড়বাজারেরে নাখোদা মসজিদের কাছেই গুদামটি ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গেই স্থানীয়েরা বেরিয়ে আসেন। আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দমকল এবং পুলিশকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দমকলের কাজ করতে সমস্যা হয়েছে।

উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় ঘটনাস্থলে পৌঁছলেই ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা তাকে তারা করেন, বিজেপি কর্মীদের গায়ে হাত দেন , তাপস রায়কে গো-ব্যাক স্লোগান দেন। আগুন না নেভানোর কাজ চলার সময় স্থানীয় তৃণমূল কাউন্সিলর যা করলেন সেটা অবাঞ্চিত।

ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভানোর কাজ শুরু করতে দেরি হয় দমকলকর্মীদের। যে গুদামে আগুন লেগেছে, সেখানে পৌঁছতে পারেনি দমকলের ইঞ্জিন। দূর থেকেই হোসপাইপের মাধ্যমে আগুন নেভানোর কাজ শুরু করেন। গুদামে রাসয়নিক পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে। গুদামের পাশের একটি বহুতলেও সেই আগুন ছড়ায়। কালো ধোঁয়ায় ভরে যায় এলাকা। অনেক দূর থেকেই আগুনের লেলিহান শিখা দেখা যায়।

স্থিনীয়রা জানাচ্ছেন, গুদামের পাশের আবাসনের বাসিন্দারা ছাদে আশ্রয় নিয়েছেন। সাধারণের বাসস্থানের মধ্যে কি ভাবে প্লাস্টিকের গুদাম থাকতে পারে তা নিয়ে কলকাতা পুরসভা এবং দমকলের বিরুদ্ধে ক্ষোভ দেখা দিয়েছে সাধারণের মধ্যে। ঘিঞ্জি এলাকায় এই আগুন লাগার ফলে দমকলের কাজ শুরু করতে সমস্যা হয়। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভাবার কাজ করছে। স্থানীয় ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এই ঘটনার দায় প্রাক্তন বিজেপি কাউন্সিলরের উপর দশ চাপিয়ে জানিয়েছেন এখানে বেআইনি নির্মাণ এবং বহুতলে গুদাম থাকার ফলে এই অগ্নিকান্ড। বার বার বড়বাজারে কি ভাবে প্রশাসনের নজর এড়িয়ে এই ভাবে বেআইনি নির্মাণ এবং বাসস্থান এলাকায় প্লাস্টিকের গুদাম চলছে তা নিয়ে প্রশ্ন উঠছে। কার অনুমতিতে এই বেআইনি গুদাম তৈরী হল সেটাই প্রশ্ন। শেষ পর্যন্ত দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আন্তে পেরেছে প্রায় দু ঘণ্টার চেষ্টায়। কয়েক বছর আগে বাগড়ি মার্কেটের আগুন থেকে কোনও শিক্ষা যায়নি প্রশাসন। এদিকে প্রাক্তন তৃণমূল বিধায়ক ও বর্তমান উত্তর কলকাতা লোকসভার বিজেপি প্রার্থী তাপস রায় বলেন, “এখন তো তৃণমূলের কাউন্সিলর মহেশ শর্মা ৪২ নম্বরের দায়িত্বে আছেন। তিনি ২৪ মাস দায়িত্বে, তিনি, প্রশাসন, দমকল, পুলিশ কি করছিল?” এরই মধ্যে বিজেপি সমর্থকরা ঘটনাস্থলে পৌঁছলে বিজেপি কর্মী ও তাপস রায়ের সামনেই ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজেপি কর্মীদের গায়ে হাত দেয়, তাপস রায়কে গো-ব্যাক স্লোগান দেয় স্থানীয় ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved